ফের ভুমিকম্প, কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠলো বাংলা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। তারপর চলতি মাসের ৬ তারিখ ভূমিকম্প দেখা গিয়েছিল অসমে। আর এবার বুধবার সকাল ১১:২৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার একাংশ। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যার পরেই করোনাভাইরাসের ভীতির মাঝেই আরও এক ভীতি বাঙ্গালীদের চোখেমুখে।

Advertisements

Advertisements

এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন এলাকায়। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। কম্পন খুব হালকা থাকায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisements

রিখচার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। স্থানীয় সময় সকাল ১১:২৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ১৫ কিমি গভীরে ছিল বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল (23.50 N ; 87.10 E) চিহ্নিত করা হয়েছে।

Advertisements