সাতসকালেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গ, কম্পন অনুভূত একাধিক জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফের একবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বুধবার সাতসকালে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা সবথেকে বেশি ছিল উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানা যাচ্ছে।

Advertisements

বুধবার সকাল ৭ টা ৫১ নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলা। পাশাপাশি দক্ষিণবঙ্গের মালদা, মুর্শিদাবাদ বীরভূমের একাংশ এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি কলকাতাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

Advertisements

[aaroporuntag]
বুধবার সকালের এই ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে জানা গিয়েছে অসমের গুয়াহাটির কাছে শোনিতপুর। কম্পন অনুভূত হওয়ার সাথেই চাঞ্চল্য ছড়ায় এবং অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। যদিও এই ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisements