তুরস্কের ভূমিকম্পের ভিডিও না দেখলে বিশ্বাস হবে না, ভেঙ্গে পড়ছে সবকিছু

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে যে সকল ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেই তালিকায় এবার নাম লেখালো তুরস্ক। ইতিমধ্যেই তুরস্ক একই দিনে দুটি ভয়ংকর ভূমিকম্পের সম্মুখীন। ভয়ংকর এই ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পার করেছে ১৬০০। কিভাবে ভূমিকম্পের কারণে দুমড়ে মুচড়ে পড়ছে বাড়িঘর তা বিশ্বাস না হওয়ার মতোই।

তুরস্ক আজ ভূমিকম্পে যেভাবে বিধ্বস্ত হয়েছে ঠিক সেই ভাবেই নেপালকে বিধ্বস্ত হতে দেখা গিয়েছিল ২০১৫ সালে। সেবার নেপালে ভূমিকম্পে প্রাণ হারাতে হয়েছিল ৮৯৬৪ জনকে। নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। এরপর বড় ভূমিকম্পের সম্মুখীন হয় ২০১৮ সালে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৫। প্রাণ হারিয়েছিলেন ৪৩৪০ জন। তিন বছর পর ২০২১ সালে বড় ভূমিকম্পের সম্মুখীন হয় হাইতি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২ আর মৃতের সংখ্যা ছিল ২২০০।

এক বছর পর ২০২২ সালে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয় আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২ এবং মৃতের সংখ্যা ছিল ১১৬৩। এরপরেই এবার নাম উঠল তুরস্কের ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ৭.৯। মৃতের সংখ্যা ১৬০০ পার করেছে। ক্রমশ বাড়ছে সংখ্যাটা।

তুরস্কে এদিন ভোর রাতের ভূমিকম্পে তুরস্কে ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেদশের এরদোগান। এরপরই আবার স্থানীয় সময় দুপুর ১.২৪ মিনিট নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। দ্বিতীয় ভূমিকম্পে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৯। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব তুরস্কের এই ভয়ঙ্কর ভূমিকম্পের কথা।

সিরিয়া ও তুরস্ক জুড়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা পরিপ্রেক্ষিতে সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রইদ আহমেদ জানিয়েছেন, ‘এই ভূমিকম্পই সবচেয়ে বড় ভূমিকম্প হিসাবে রেকর্ড হয়েছে এই সেন্টারের ইতিহাসে।’