Indian Railways: ভারতীয় রেলওয়ে হল সাধারণ মানুষের অন্যতম ভরসার জায়গা। ট্রেনের যাত্রা হল সাশ্রয়ী এবং নিরাপদজনক যাত্রা। বিভিন্ন সময় দেখা যায় যে, যাত্রীরা সাধারণত টিকিট বাতিল করে আবার বুকিং করেন, তার ফলে নতুন করে নিশ্চিত টিকিট পেতে সমস্যা দেখা দেয়। ভারতীয় রেলের চালু করা এক নতুন পদ্ধতির মাধ্যমে যাত্রীদের এই সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে।
যাত্রীদেরকে আর করতে হবে না টিকিট বাতিল। ভারতীয় রেলওয়ে (Indian Railways) নাম এবং তারিখ পরিবর্তন করার সুযোগ দিচ্ছে। টিকিটের নাম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র অফলাইন টিকিট এর ক্ষেত্রে। এমন টিকিটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে যেসব টিকিট রিজার্ভেশন কাউন্টার থেকে বুক করা হয়েছে। এই নাম পরিবর্তনটি পরিবারের সদস্যদের, যেমন বাবা, মা, ভাই, বোন, বা সন্তানদের নামেও করা যেতে পারে।
আরো পড়ুন: সরাসরি সিকিম ভ্রমণের স্বপ্ন পূরণ, সেবক-রংপো রেলপথে পাহাড়ে রেলগাড়ির নয়া দিগন্ত
ধরুন কেউ যদি গ্রুপের জন্য টিকিট বুক করে থাকে তাহলেও গ্রুপের কোনও সদস্যের নামও পরিবর্তন করা যেতে পারে। এই নাম পরিবর্তনের জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে আসুন জেনে নিই। নাম পরিবর্তনের প্রক্রিয়া – টিকিটের যাত্রা শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে, কাছের রেলওয়ে (Indian Railways) রিজার্ভেশন কাউন্টারে যান। নাম পরিবর্তনের জন্য জমা দিতে হবে লিখিত আবেদন। সাথে দিতে হবে মূল যাত্রীর এবং টিকিট স্থানান্তরিত ব্যক্তির বৈধ পরিচয়পত্র। যখন সমস্ত নথিপত্র যাচাই করা হয়ে যাবে সেইসময় রেলওয়ে কর্মকর্তা নতুন যাত্রীর নাম দিয়ে টিকিট আপডেট করবেন।
আরো পড়ুন: শীঘ্রই শেষ হবে এয়ারপোর্ট মেট্রোর কাজ, চলতি বছরেই হবে ট্রায়াল
যদি যাত্রার তারই পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কি করবে জেনে নিন এই প্রতিবেদনে। এটি অফলাইন টিকিটের জন্য রিজার্ভেশন কাউন্টারে করা যেতে পারে। অনলাইন টিকিটের জন্য কিন্তু এই সুবিধা প্রযোজ্য নয়। যাত্রা শুরু হওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে, রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। মূল টিকিট এবং যাত্রার তারিখ পরিবর্তনের জন্য আবেদন জমা দিন। নতুন তারিখ প্রদান করার সঙ্গে সঙ্গে কর্মীরা আপনাকে যাত্রার জন্য নতুন টিকিট দেবে।
কোন কোন টিকিটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে? নিশ্চিত বা RAC টিকিটের জন্য এটি প্রযোজ্য। যদিও এই সুবিধা তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া একজন যাত্রীর একবারইমাত্র তারিখ ও নাম পরিবর্তন হতে পারে। পাশাপাশি এই ব্যবস্থা সম্পূর্ণ আসনের প্রাপ্যতার উপর নির্ভরশীল।রেলওয়ের উদ্দেশ্য যাত্রীদের আরও সুবিধা প্রদান করা, বাতিলের প্রয়োজনীয়তা সরিয়ে যাত্রাকে আরও বেশি সহজ করে তোলাই হলো ভারতীয় রেলের (Indian Railways) প্রধান উদ্দেশ্য।