Easily get a loan from SBI to buy a bike: ২ চাকার গাড়ির চাহিদা বাজারে সব সময় বেশি। ২০২০ সালে করোনা মহামারীর পর এই চাহিদা আরো অনেকটা বেড়ে গেছে। গাড়ি এখন আর সৌখিনতা বা বিলাসিতার পর্যায়ে নেই। বাইক পৌঁছে গেছে প্রয়োজনীয়তার পর্যায়ে। কিন্তু হঠাৎ করে বেশ কিছু টাকা খরচা করে গাড়ি কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই খুব স্বাভাবিকভাবেই লোন নিয়ে গাড়ি কেনেন বহু মানুষ। গাড়ির লোন সংক্রান্ত বিষয়ে আকর্ষণীয় অফার নিয়ে এলো এসবিআই (SBI Bike Loan)। কিভাবে আবেদন করবেন? কিভাবে লোন সংগ্রহ করবেন? কারা আবেদন করবেন? কত টাকা ইএমআই দিতে হবে? সবকিছু বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
বাইক লোনের (SBI Bike Loan) ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এল নতুন প্রকল্প। এসবিআই এর নতুন সুপার বাইক লোন স্কিম। এই স্কিমের ক্ষেত্রে নূন্যতম ১৫% মার্জিন আবশ্যিক গাড়ির অন রোড মূল্যের উপর। এই লোনে আবেদন করার জন্য বয়স সীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৫৭ বছর। লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ ৪ বছরে সময়সীমা দেওয়া হবে আবেদনকারীকে। নূন্যতম ১,৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা অব্দি লোনের জন্য আবেদন করতে পারবেন যেকোনো গ্রাহক।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপার বাইক লোন স্কিমের (SBI Bike Loan) জন্য সুদ ধার্য করা হয়েছে ১২.১৫ শতাংশ থেকে ২০.৪০ শতাংশ। আপনার সিভিল স্কোর এবং কাজের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে সুদের পরিমাণ। আপনি নির্দিষ্ট পরিমাণ ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সুধ দিতে হলে কিভাবে তা পরিশোধ করবেন? সুদ আসল মিলিয়ে মাসিক কিস্তি কত দিতে হবে? সবকিছু বিস্তারিত জানতে হলে একটু হিসেব-নিকাশ করা প্রয়োজন। ধরুন আপনি মাসিক ১৩.১৫ শতাংশ সুদের হারে ১,৫০,০০০ টাকা ঋণ নিয়েছেন। আপনি যদি ঋণ পরিশোধ করার সময়সীমা ২ বছর বেছে নিয়ে থাকেন, তাহলে সুদে মূলে আপনাকে মাসিক ৭১৪২ টাকা কিস্তি জমা করতে হবে। ব্যাংকে ২ বছরে আপনাকে মোট অতিরিক্ত ২১ হাজার ৪০৪ টাকা সুদ দিতে হবে। অর্থাৎ ২ বছর পর আপনাকে সুদ আসল মিলে মোট ১ লক্ষ ৭১ হাজার ৪০৪ টাকা পরিশোধ করতে হবে ব্যাংকে।
আরও পড়ুন ? Stock Market: লাফিয়ে লাফিয়ে বাড়বে ৫৪টি শেয়ার, উঠবে রকেটের গতি! মিলল বড় পূর্বাভাস
কিন্তু আপনি যদি ৩ বছর সময়সীমার জন্য ১,৫০,০০০ টাকা ঋণ নেন, সে ক্ষেত্রে ১৩.১৫ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৫,০৬৫ টাকা কিস্তি জমা করতে হবে আপনাকে। অর্থাৎ ৩ বছর পর সুদ আসল মিলিয়ে আপনাকে পরিশোধ করতে হবে ১ লাখ ৮২ হাজার ৩৩৮ টাকা। ৩ বছরে মোট সুদ হবে ৩২,৩৩৮ টাকা। আপনি যদি ৪ বছর সময়সীমার জন্য ঋণ নেন, তাহলে প্রতি মাসে আপনাকে শোধ করতে হবে ৪,০৩৫ টাকা। অর্থাৎ ৪ বছর পর মোট পরিশোধিত অর্থের পরিমাণ হবে ১ লাখ ৯৩ হাজার ৬৯৪ টাকা। অর্থাৎ আপনাকে অতিরিক্ত সুদ দিতে হবে ৪৩ হাজার ৬৯৪ টাকা। অর্থাৎ ঋণ পরিশোধ করার সময় সীমা যত বেশি হবে, পরিশোধিত সুদের পরিমাণ ততটাই বেশি হবে।
কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি আন্ডারটেকিং অথবা বেসরকারি যে কোন সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সুপার বাইক লোন স্কিমে (SBI Bike Loan) আবেদন করতে পারবেন ব্যবসায়ি, কৃষিজীবী এমনকি পেনশন ভোগীরাও। ব্যবসায়ী, পেনশনভোগী অথবা চাকরিজীবীদের ক্ষেত্রে বার্ষিক আয় ৩ লক্ষ টাকা বা তার বেশি হতে হবে। কৃষিজীবিদের ক্ষেত্রে এই পরিমাণ একটু বেশি। তাদের বার্ষিক আয় ন্যূনতম ৪ লক্ষ টাকা হওয়া বাধ্যতামূলক এই স্কিমে আবেদন জানানোর জন্য।