Easily solve math Problem of your Children with these tricks: প্রত্যেকটি মানুষের জন্ম ছকের মাধ্যমে তার ভাগ্য বিচার করা সম্ভব হয়। ভাগ্যের আয়না বলতে আমরা বুঝি জন্মছককে। আমাদের অতীত ভবিষ্যৎ সবকিছুই জানা সম্ভব হয় এর মাধ্যমে। প্রত্যেকটি মানুষের ভাগ্যে কোনো গ্রহ খুব শক্তিশালী থাকে আবার কোনো গ্রহ থাকে খুব দুর্বল। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব যে, সন্তান যদি অংকে দুর্বল হয় তাহলে কোন গ্রহের এর জন্য দায়ী এবং এর প্রতিকার কি (Solve Math Problem) ।
বিভিন্ন বিষয়ের মধ্যে অঙ্ক সবথেকে শ্রেষ্ঠ, তাই তাকে সব বিষয়ের রাজা বলা হয়। অঙ্ক যদি কেউ ভালোভাবে পারে তাহলে সে সববিষয়ে ভালো করেই বুঝতে পারবে। এমনকি তার ক্যারিয়ার ভালো হতে বাধ্য। জীবনে প্রতিষ্ঠিত হতে তাকে আর কেউ আটকাতে পারবেনা। যেসব সন্তানেরা অঙ্কে দুর্বল তাদের জন্মছকে দেখা যাবে যে, বুধ গ্রহ দুর্বল রয়েছে। বুধের অবস্থান যদি দুর্বল হয় তাহলে সে কখনোই ভালো হতে পারবে না। তাই সন্তানকে বকা না দিয়ে ভালো করে অংক অভ্যাস করান (Solve Math Problem) এবং বুদ্ধির অবস্থান কিভাবে ঠিক করবেন সেটা চিন্তা করুন।
জন্মছকে বুধের অবস্থান যদি নিম্নে থাকে তাহলে কিন্তু আপনার সন্তান কখনোই অংকে ভালো হতে পারবে না এবং তার বুদ্ধি কখনোই খুলবে না। তাই নিজের সন্তানের গ্রহে যদি বুধের অবস্থান ভালো না থাকে তাকে ঠিক করার চেষ্টা করবেন তাহলেই সে অংকে ভালো হবে (Solve Math Problem)। বুধের অবস্থানের উপর নির্ভর করে হিসাব-নিকাশ এবং পাশাপাশি যদি চন্দ্রের অবস্থানও ভালো না থাকে তাহলে সে সন্তান অংকে ভালো হতে পারবে না। কিভাবে করবেন নিজের সন্তানের কোষ্ঠীতে বুধের অবস্থান ঠিক? জেনে নিন তার উপায়
প্রতি বুধবার গণেশকে দুর্বা ঘাস নিবেদন করবেন এবং পুজো দেবেন। প্রতি বুধবার গণেশের মন্ত্র জপ করুন। আপনার সন্তানও যেন প্রতি বুধবার গণেশ মন্ত্র জপ করে। যারফলে গণপতির কৃপায় তার বুদ্ধি ও জ্ঞান বাড়বে। প্রত্যেক বুধবারে সবুজ শাক সবজি ও সবুজ ডাল দরিদ্রদের দান করুন। আপনি চাইলে জ্যোতিষবিদের পরামর্শ নিয়ে সন্তানকে পান্নার আংটি পরাতে পারেন। এরফলে সে অংকে ভালো হতে বাধ্য (Solve Math Problem)।
শুধু এসব করলেই হবে না পাশাপাশি সব সময় সন্তানের পাশে থাকতে হবে। আপনার সন্তানের কোন জায়গায় সমস্যা সেটা ধৈর্য্য নিয়ে আপনাকে বোঝাতে হবে। এইসব কাজ যদি আপনি মন দিয়ে করেন তাহলে অবশ্যই আপনার সন্তান ধীরে ধীরে অংকে ভালো ফল করবে।