East West Metro Expansion: কলকাতা, হাওড়া ছাড়িয়ে এবার মেট্রো ছুটবে সাঁতরাগাছিতেও! এলো বড় আপডেট

Antara Nag

Published on:

Advertisements

East West Metro Expansion will be done from Howrah to Santragachi: কলকাতা মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত নিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়ায় রথীন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিজেপি প্রার্থী বলেন, ‘হাওড়া ময়দান-কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো (East West Metro Expansion), এমনটাই পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতার পরিবহন ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে বর্তমানে এবং তাতে আরো একটি পালক যুক্ত হবে খুব তাড়াতাড়ি।

Advertisements

ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের (East West Metro Expansion) সব থেকে বড় সমস্যার জায়গা হল বউবাজার। এই জায়গায় মেট্রো টানেল তৈরি করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বউবাজারের মতো জায়গাতেই মেট্রো কর্তৃপক্ষ বড় সাফল্য পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাত্র এক সপ্তাহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি কাজ তারা সম্পন্ন করে বউবাজারে। যাত্রী নিরাপত্তা নিয়ে আরো সুনিশ্চিত হতে পেরেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

রিপোর্ট মারফত জানা যায় যে, এপ্রিলের শেষ সপ্তাহে বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ খুব জোর কদমে সম্পন্ন করার চেষ্টা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর আগে মেট্রোর কাজ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ (East West Metro Expansion) তৈরি করতে গিয়ে সমস্যা হলেও বর্তমানে সেই সমস্যা আর নেই। তবে ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এই আবহে হিন্দ সিনেমা রসামনের সেই ক্রস প্যাসেজ তৈরির ক্ষেত্রে আশঙ্কা তৈরি হয়েছিল।

Advertisements

আরও পড়ুন ? QR Code Ticket: মেট্রোয় টিকিট বুকিংয়ে নয়া ট্রায়াল রান! কলকাতা মেট্রোর পরিষেবায় মিলবে আরও সুবিধা

এই মেট্রোর কাজ করতে গিয়ে প্রথমবার বউবাজারে ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ অগস্ট। ২০২২ সালে আবার সেই ঘটনার আতঙ্ক দেখা দিয়েছে। সেবছরই ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। যেহেতু মাটির তলায় জল রয়েছে সে তো মেট্রোর কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু বাড়ি। এখনও পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের ৭০টি বাড়ি।

রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে, সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কাছে বউবাজারের মেট্রোর (East West Metro Expansion) কাজ সংক্রান্ত একটি চিঠি জমা পড়েছে। এই চিঠি এসেছে নির্মাণকারী ইঞ্জিনিয়ারদের তরফ থেকে। সেই চিঠিতে বলা হয়েছে যে, বউবাজারের ২.৪ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রোর কাজ চলাকালীনতাতে ধস না নামে সেদিকে খেয়াল রাখা। কাজে যদি কোনরকম বাধা-বিপত্তি না ঘটে সেজন্য খুব ধীর গতিতে কাজ এগোচ্ছে। এই আবহে অক্টোবরের আগে এই রুটে মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা থাকলেও তা কতটা সফল হবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে।

Advertisements