East-West Metro: নতুন বছরেই শুরু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে

Prosun Kanti Das

Published on:

Advertisements

East-West Metro: কলকাতা মেট্রো তিলোত্তমা নগরীর পরিবহন ব্যবস্থায় যেন যুগান্তকারী পরিবর্তনে এনেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে যাত্রীদের। পরিষেবা নিয়ে কলকাতা মেট্রো দুর্দান্ত সুখবর নিয়ে আসছে এই নতুন বছরে। যেসব যাত্রীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে তাদের শীঘ্রই স্বপ্নপূরণ ঘটতে চলেছে। জানুয়ারি মাসেই হয়তো শেষ হয়ে যাবে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরীক্ষা নিরীক্ষার কাজ। নিশ্চয়ই অবাক হচ্ছেন? কিন্তু এই কথা একেবারে সত্যি।

Advertisements

গত বছরই জল্পনা শুরু হয়েছিল যে ২০২৫ সালের জানুয়ারি মাসেই ট্রায়াল রান শুরু হতে পারে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে। ডিসেম্বর মাসেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট (East-West Metro) করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেন। বেশ কিছুদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিল এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর, কিন্তু অবশেষে সেই সমস্যার সমাধান ঘটেছে। অনেকেই মেট্রো ইস্ট ওয়েস্ট করিডর কে চেনে গ্রীন লাইন বলে।

Advertisements

নতুন বছরে যদি একবার চালু হয়ে যায় এই লাইনটি তাহলে সুবিধা হবে অনেক যাত্রীর। ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro) করিডরের কাজ শেষ হয়ে যদি মেট্রো পরিষেবা শুরু হয় তাহলে হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন ঘটবে। বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চলছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো চলাচলের জন্য। এবার হয়তো তাদের প্রতীক্ষার অবসান ঘটবে।

Advertisements

আরও পড়ুন:Kolkata MetroKolkata Metro: হাওড়া-সল্টলেক মেট্রো চালু হচ্ছে কবে, পরিবর্তন হলো নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটেও

সম্প্রতি এই রুটে জোরকদমে চলছে মেট্রোর (East-West Metro) কাজ। মেট্রো কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছে। জানা যাচ্ছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই অংশে পরীক্ষা শুরু হবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, পাকাপাকিভাবে মেট্রো দৌড় করানোর জন্য আগে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম খতিয়ে দেখা একান্ত প্রয়োজনীয়।

যখনই এই রুটের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবে তারপর রুটটি পরিদর্শনের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হবে। আবার অন্যদিকে এই আবেদন গৃহীত হলেই শিয়ালদা-এসপ্ল্যানেড অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। সূত্র মারফত জানা গেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬ কিমি অবধি সচল হয়ে যাবে পরিষেবা।

Advertisements