East West Metro:কলকাতার গণপরিবহন ব্যবস্থার মানচিত্র বদলাতে আসছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। গন্তব্য হাওড়া টু সেক্টর ফাইভ। কলকাতা মেট্রোর অন্তর্গত ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেলের কাজ চলছে অনেক দিন ধরে। এই মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন যাত্রীরা। বদলে যাবে কলকাতার গণপরিবহনের সম্পূর্ণ মানচিত্র। এই সমস্ত আশার বাণী অনেকদিন ধরে শুনছেন কলকাতাবাসি। কিন্তু কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে সেই বিষয়ে কোন সঠিক ধারণা দিতে পারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু এবার বোধহয় আশার আলো দেখা যাচ্ছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্পর্কিত বেশ কিছু তথ্য।
আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেল পরিষেবা। হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটানা চলবে মেট্রোরেল। অনেকদিন আগেই হয়তো এই পরিষেবা চালু করা সম্ভব হত। কিন্তু মাঝখানে বউবাজার এলাকা নিয়ে বাঁধছিল সমস্যা। বউবাজার এলাকায় মেট্রো রেলের কাজ করতে গিয়ে তিনবার ধস নামে। বিপদগ্রস্ত হন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বাধাপ্রাপ্ত হতে থাকেন। এক সময় মনে হয়েছিল হাওড়া থেকে সেক্টর ফাইভ অব্দি হয়তো আর কোনদিনই মেট্রোরেল পথ চালু করা সম্ভব হবে না।
ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেল কর্তৃপক্ষের তরফ থেকে আংশিকভাবে রেলপথ চালু করে দেওয়া হয়। বউবাজার এলাকাটিকে বাদ রেখে বেশ কিছু এলাকায় চলছে মেট্রো পরিসেবা। কিন্তু এবার বউবাজার এলাকার সমস্যা মেটানো সম্ভব হয়েছে। আপাতত সেক্টর ফাইভ থেকে ৯.৪ কিলোমিটার পথ, এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অব্দি ৪.৮ কিলোমিটার পথে চালু করা হয়েছে মেট্রো রেল পরিষেবা। কিন্তু মাঝখানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অব্দি ২.৪ কিলোমিটার পথের কোনোভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সেই কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আগামী মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবার আশা রাখছেন কর্তৃপক্ষ।
আরো পড়ুন: কলকাতা, হাওড়া ছাড়িয়ে এবার মেট্রো ছুটবে সাঁতরাগাছিতেও! এলো বড় আপডেট
মাটির তলায় সুরঙ্গের মধ্যে কিছু দূর অন্তর অন্তর একটি করে ক্রস প্যাসেজ তৈরি করা হয়। পাশাপাশি দুটো সুরঙ্গের নিকটবর্তী এলাকায় তৈরি করা এই ক্রস প্যাসেজগুলি মূলত জরুরি অবস্থায় যাত্রীদের সুরঙ্গ থেকে বাইরে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এতদিন পর্যন্ত এই প্যাসেজের কাজ অনেকটাই আটকে ছিল। কিন্তু এখন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অব্দি ক্রস প্যাসেজ তৈরির কাজও শেষ হয়ে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে এটি কাজের অগ্রগতির একটি বড় নমুনা। আর খুব বেশি কাজ বাকি রইল না।
বউবাজার এলাকায় এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে বিপদের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। তিন তিনবার ধস নামে বউবাজার এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। কোনমতেই দ্রুত গতিতে করা যায়নি সেখানকার কাজ। অত্যন্ত ধীরগতিতে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্রস প্যাসেজ তৈরির কাজ। কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেল কর্তৃপক্ষ হার মানেননি। তারা ধীরে হলেও শেষমেষ এই প্যাসেজ তৈরির কাজ শেষ করতে পেরেছেন। তাদের মতে তারা যখন এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন, তাহলে মার্চ মাসের নির্দিষ্ট দিনের মধ্যেই বাকি কাজও সম্পন্ন করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের।