সুবর্ণ সুযোগ, শেষ মুহূর্তের পাহাড় ঘোরার পরিকল্পনা, স্পেশাল ট্রেন রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন বাঙালিরা। প্রচুর পরিমাণে ভ্রমণপিপাসুরা ঘুরতে যাওয়ার প্ল্যান করার ফলে ট্রেন, বাস সহ অন্যান্য যানবাহনের আকাল চলে। এমত অবস্থায় যারা শেষ মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাদের টিকিট পেতে নাজেহাল হতে হয়।

Advertisements

তবে এবার ভারতীয় রেলের তরফ থেকে একটি সুযোগ দেওয়া হল সেই সকল ভ্রমণপিপাসুদের যারা শেষ মুহূর্তে পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। শেষ মুহূর্তে প্ল্যান করা এই সকল ভ্রমণ পিপাসুদের জন্য নতুন একটি স্পেশাল ট্রেন দেওয়ার ঘোষণা করা হলো ভারতীয় রেলের তরফ থেকে। পূর্ব রেলের তরফ থেকে এই ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ছুটবে।

Advertisements

উৎসবের মরশুমে ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে এর আগেও একাধিক স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। কোন স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদহ থেকে, কোনোটি আবার দেওয়া হয়েছে সাঁতরাগাছি থেকে। তবে এসবের পরেও চাহিদা পূরণ না হওয়ায় আরও একটি স্পেশাল ট্রেন দেওয়া হল।

Advertisements

এই ট্রেনটি হাওড়া থেকে রওনা দেবে ১২, ১৯, ২৬ অক্টোবর এবং ২, ৯, ১৬, ২৩, ৩০ নভেম্বর। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি রওনা দেবে ১৩, ২০, ২৭ অক্টোবর এবং ৩, ১০, ১৭, ২৪ নভেম্বর ও ১ ডিসেম্বর। হাওড়া থেকে সপ্তাহে বুধবার এবং নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে বৃহস্পতিবার ট্রেনটি রওনা দেবে।

এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত্রি ১১ঃ৪০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে পরদিন সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২:৩৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ১২:৫০ মিনিটে।

Advertisements