QR Code Payment on Railway Toilet: স্টেশনের টয়লেটে হিসি-পটি করে পেমেন্ট নিয়ে চিন্তার দিন শেষ! নয়া ব্যবস্থা শিয়ালদা ডিভিশনে

নিজস্ব প্রতিবেদন : বহু যাত্রী রয়েছেন যারা দূর-দূরান্তে সফর করে থাকেন। এই সকল যাত্রীদের মধ্যে আবার অনেকেই রয়েছেন যারা সফরের সময় বিভিন্ন স্টেশনে ট্রেন পরিবর্তনও করে থাকেন। এক ট্রেন ছেড়ে অন্য ট্রেন ধরার ক্ষেত্রে অনেক সময় যাত্রীদের স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আর এই দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় অনেকেই রয়েছেন যারা স্টেশনের শৌচাগারে স্নান থেকে শুরু করে প্রকৃতির ডাকে প্রস্রাব, মলত্যাগ করে থাকেন।

স্টেশনে যে সকল টয়লেট (Railway Toilet) রয়েছে সেই সকল টয়লেটে হিসি-পটি অথবা স্নান করার পর যাত্রীদের কাছে যে টাকা ধার্য করা হয় তা মূলত ৩ টাকা থেকে ১০ টাকার মধ্যে হয়ে থাকে। যে কারণেই এই টাকা দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা যা হয় তা হলো খুচরো নিয়ে। কখনো কখনো এমন পরিস্থিতি দাঁড়ায় যে খুচরোর জন্য দৌড়ঝাঁপ করতে হয়।

আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীদের কাছে খুচরো না থাকার কারণে তারা বড় নোট দিয়ে থাকেন। কিন্তু আবার সেই বড় নোটের খুচরো নেওয়ার ক্ষেত্রে ছুঁতমার্গ দেখা যায় অনেক যাত্রীদের ক্ষেত্রে। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এবার রেলের তরফ থেকে এমন এক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে স্টেশনে স্টেশনে থাকা পে অ্যান্ড ইউজ টয়লেটে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা থাকবে না।

আরও পড়ুন 👉 Railway UPI Payment: কাউন্টারে টিকিট কেটেও পেমেন্ট নিয়ে চিন্তা নেই! এইসব স্টেশনে চালু হয়ে গেল UPI পেমেন্ট

ইদানিংকালে এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হচ্ছে অনলাইন পেমেন্ট চালু করার পরিপ্রেক্ষিতে। এখন অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে ইউপিআই। যে কারণে সহজেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেওয়া সম্ভব হচ্ছে। যেমন শিয়ালদা ও হাওড়া রেল স্টেশনের টিকিট কাউন্টারেও এইরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক সেই রকমই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে স্টেশনের টয়লেটগুলির ক্ষেত্রেও।

শিয়ালদা ডিভিশনের যত রেলস্টেশন রয়েছে এবং সেই সকল রেলস্টেশনের যে সকল টয়লেট রয়েছে সেই সকল সমস্ত টয়লেটে এমন কিউআর কোড পেমেন্ট (QR Code Payment on Railway Toilet) চালু করতে উদ্যোগ নিল রেলওয়ে কর্তৃপক্ষ। পেছনে স্টেশনে থাকা শৌচাগারে পেমেন্ট করার জন্য এবার কিউআর কোড বসানো থাকবে এবং সেই কিউআর কোড স্ক্যান করেই শৌচালয় ব্যবহারকারীরা পেমেন্ট করতে পারবেন। এই ব্যবস্থার ফলে একদিকে যেমন খুচরোর সমস্যা মিটে যাবে ঠিক সেই রকমই আবার বিভিন্ন ক্ষেত্রে বেশি টাকা নেওয়ার যে অভিযোগ ওঠে সেই অভিযোগেরও অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।