কলকাতা: ভারতীয় রেল ও রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। প্রতিদিনই দেশের লক্ষ লক্ষ মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। আর রেল যাত্রীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি বিপুল অঙ্কের টাকা রোজগার করে থাকে। ঠিক সেইরকমই শিয়ালদা স্টেশনে (Sealdah Station) আগস্ট মাসের প্রথম ২০ দিনে ১ কোটি টাকার বেশি রোজগার করল রেল।
রেলের তরফ থেকে পাওয়া হিসেব অনুযায়ী আগস্ট মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত রেল শিয়ালদা স্টেশনে ১ কোটি ৩ লক্ষ টাকা রোজগার করেছে। তবে রেলের এই রোজগার কিন্তু এসেছে কেবলমাত্র যাত্রীদের ছোট ছোট ভুল থেকেই। শুধু ভুল বললে অবশ্য ভুল হবে, কেননা যে কারণে রেলের এমন বিপুল উপার্জন তা অনেকের কাছেই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।
রেল এমন বিপুল টাকা রোজগার করেছে মূলত বিনা টিকিটের যাত্রীদের থেকে। আগস্ট মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত ৪০ হাজার যাত্রীকে ধরা হয়েছে কেবলমাত্র টিকিট না থাকার কারণে। বর্তমানে টিকিট কাউন্টার থেকে শুরু করে অনলাইন সমস্ত জায়গাতেই ট্রেনের টিকিট বুকিং শুরু হলেও প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে সফর করে থাকেন। আর তাদেরই ধরে ধরে জরিমানা করা হয় রেলের তরফ থেকে।
আরও পড়ুন : Increase DA: কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে পুজোর আগেই খুশি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
পূর্ব রেলের তরফ থেকে যে হিসেব পাওয়া গিয়েছে সেই হিসেবে অনুযায়ী আগস্ট মাসের প্রথম ২০ দিনে কেবলমাত্র শিয়ালদা স্টেশন থেকেই দিনে দু’হাজারের বেশি যাত্রীদের বিনা টিকিটে ধরা হয়েছে। বিনা টিকিটে যে সকল যাত্রীরা ধরা পড়েন তাদের থেকে ন্যূনতম ২৫০ টাকা করে জরিমানা করা হয়। স্বাভাবিকভাবেই এমন যাত্রীদের জরিমানা করে ব্যাপক লক্ষ্মী লাভ হয় রেলের।
গত কয়েক মাস আগে পূর্ব রেলের তরফ থেকে এমনিতেই জানানো হয়েছিল, যারা বিনা টিকিটে সফর করে থাকেন তাদের আগাম সতর্ক হওয়ার জন্য। কেননা রেলের তরফ থেকে আগাগোড়া বিভিন্নভাবে চেকিং চালানো হবে বলে জানানো হয়েছিল। সেইমতো রেল আধিকারিকরা বিভিন্ন জায়গায় দিনের পর দিন স্পেশাল অভিযান চালাচ্ছেন। অন্যদিকে বিনা টিকিটে ধরা পড়া যাত্রীদের বড় অংশ রয়েছেন যারা কেবলমাত্র অভ্যাসের বসেই বিনা টিকিটে ট্রেনে সফর করে থাকেন বলেও অভিযোগ। এক্ষেত্রে দেখা যায় বহুযাত্রীদের মাত্র ১০ টাকার টিকিটের জন্য ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়।