Eastern Railway: ভারতীয় রেল ২রা অক্টোবর থেকে তাদের পরিষেবায় এনেছে আমূল পরিবর্তন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Eastern Railway: ভারতীয় রেল বরাবর যাত্রী সুবিধার কথা মাথায় রেখে নানা রকম প্রকল্পের সূচনা করে থাকে। ভারতের বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে ভারতীয় রেল হল বৃহত্তম একটি পরিবহন ব্যবস্থা, যা পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করেছে। গোটা দেশে শিরা-উপশিরার মত ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। ধনী কিংবা দরিদ্র সকলেই তাদের গন্তব্যস্থলে নিশ্চিন্তে পৌঁছে দিতে পারবে এই ভারতীয় রেলের উপর ভরসা করেই। আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করে নেব।

Advertisements

২রা অক্টোবর দেশ জুড়ে মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস পালিত হবে এবং এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বিরাট পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। ভারতীয় রেলের অধিকাংশ ট্রেন বর্তমানে ১২ কোচের এবং এর পিছনের আসল কারণ হলো যাত্রীর সংখ্যার বৃদ্ধি। বুধবার থেকে পরিষেবায় আমল পরিবর্তন আনবে ভারতীয় রেল।

Advertisements

২রা অক্টোবরে পূর্ব রেল (Eastern Railway) ঘোষণা করে যে, সমস্ত EMU ট্রেন পরিষেবা ১২ কোচের করা হচ্ছে। কিন্তু যে ট্রেনটি কৃষক স্পেশাল ট্রেন সেই ট্রেনটি এই পরিষেবার বাইরে থাকবে। রেল আরও জানিয়েছে, বর্তমানে চলা ৬০০১৬ – ১১৪২২ (৯) এবার থেকে বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী সময়ে এই রেক কাঁচরাপাড়ায় পিওএইচ কাজের পর হাওড়া বিভাগে ট্রান্সফার করা হবে। এটি সংরক্ষণ করা থাকবে নৈহাটি-ব্যান্ডেল রুটে চলার জন্য।

Advertisements

আরো পড়ুন: পুজোর আগে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা, নিশ্চিন্তে ঘুরবে রাজ্যবাসী

যাত্রীদের কথা মাথায় রেখে এবং আসন্ন উৎসবের জন্য দক্ষিণ-পূর্ব রেল ঘোষণা করেছে একজোড়া স্পেশাল ট্রেন। নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন দক্ষিণ ভারত থেকে। এছাড়াও, ০৬০৭৭ এম জি আর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি ৩০ শে নভেম্বর পর্যন্তই চলবে। আবার ০৬০৭৮ সাঁতরাগাছি- এম জি আর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি ২ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার করে ছাড়বে। এই ট্রেনগুলো শুরু হয়েছে ২১ ও ২৩ সেপ্টেম্বর থেকেই।

অক্টোবর মাস হলো পুজোর মাস তাই প্রথম দিনে কয়েকটি ট্রেনের সময়সূচি বদলের পাশাপাশি বাতিল করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway)। পয়লা অক্টোবর থেকে ১৮৪১৬ পুরী-বারবিল এক্সপ্রেস বর জামদা স্টেশন পর্যন্ত চালানো হবে। পাশাপাশি ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস বারবিল থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়ার পরিবর্তে ছাড়বে সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে।

Advertisements