Record Earning of Eastern Railway: মালামাল পূর্ব রেল, সব রেকর্ড ভেঙে এক অর্থবর্ষেই রোজগার কয়েক হাজার কোটি টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Eastern Railway has made record earnings in the financial year 2023-24: পূর্ব রেলের প্রতি ভরসা বেড়েছে রেল যাত্রীদের। বেড়েছে নিত্য যাত্রী সংখ্যা। যা থেকে আয় উন্নতিতে রেকর্ড গড়েছে পূর্ব রেল। প্রকাশ্যে এসেছে ২০২৩-২৪ অর্থবর্ষের পূর্ব রেলের রোজগারের হিসেব-নিকেশ। যেখানে দেখা যাচ্ছে পূর্বের রোজগারের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে পূর্ব রেল (Record Earning of Eastern Railway)। রোজগার করেছে কয়েক হাজার কোটি টাকা। কত তার পরিমাণ?

Advertisements

প্রসঙ্গত, সাশ্রয় মূল্যে আরামদায়ক ভ্রমণের অন্যতম পরিবহন হলো রেল পরিবহন। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে ও দূরবর্তী স্থানে ভ্রমণ করছেন সাধারণ মানুষ। ফলস্বরূপ যাত্রীদের সুবিধার্থে রেল দপ্তর তরফে উন্নতিও ঘটছে রেল পরিবহনে। যাতে খুশি হচ্ছে রেলযাত্রীরা। যার প্রমাণ ২০২৩-২৪ অর্থবর্ষের যাত্রী সংখ্যা সহ রোজগার বৃদ্ধি (Record Earning of Eastern Railway)। যা পূর্বের তুলনায় সর্বোচ্চ রেকর্ড করেছে।

Advertisements

পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষে পূর্ব রেলের উপর ভরসা বেড়েছে শহরতলির মানুষজনদের। প্যাসেঞ্জার রেভিনিউ পূর্ব বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হিসাব বলছে গত অর্থবর্ষে পূর্ব রেলের মাধ্যম ব্যবহার করে যাত্রা করেছে মোট ১১৫১ মিলিয়ন যাত্রী। যার মধ্যে ৯৬৫ মিলিয়ন রয়েছে সাব-আর্বান যাত্রী। অপরদিকে নন-সাবআর্বান যাত্রী সংখ্যা ১৮৬ মিলিয়ন। যা প্রমাণ করে পূর্ব রেলের উপর রেল যাত্রীদের আস্থা ও ভরসা কতটা।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways New Plan: ট্রেনের চালক থেকে মোটরম্যান, গার্ডদের জন্য রেলের নয়া পরিকল্পনা! মিলবে দুটি সুবিধা

যাত্রী যেহেতু বেড়েছে সেই অনুযায়ী বেড়েছে আয় উন্নতি। হিসাব বলছে ২০২৩-২৪ অর্থবর্ষে যাত্রী অনুযায়ী পূর্ব রেলওয়ের রোজগার হয়েছে প্রায় ৩৬০০ কোটি টাকা। যার মধ্যে সাব-আর্বান যাত্রী সার্ভিস থেকে আয় হয়েছে ৬৩৬ কোটি টাকা। যা মাইলস্টোন রেকর্ড করেছে। এই বিষয়ে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

উল্লেখ্য বিষয়, নতুন বছরের এপ্রিল মাসেও মাইলস্টোন আয় করেছে পূর্ব রেল। এক মাসেই ১০৭৩ কোটি টাকা আয় পূর্ব রেলের। তাও আবার বন্ধ স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান। এই অফিসিয়াল প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকা সত্ত্বেও এপ্রিল মাসের তাপপ্রবাহে মাইলস্টোন আয় পূর্ব রেলের (Record Earning of Eastern Railway)। বোঝাই যায় পূর্ব রেলের মাধ্যমে যাতায়াতে যাত্রী সংখ্যা কতটা বেড়েছে। ফলস্বরূপ এই আয় উন্নতি যে আরো বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements