Sealdah Division: এশিয়ার অন্যতম ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদা স্টেশন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়েই যাতায়াত করছে। হাজার হাজার ট্রেন চলাচল করছে এই স্টেশনের ওপর দিয়ে। তাই স্বাভাবিকভাবেই এর গুরুত্ব সম্পর্কে সকলেই অবগত। নিত্যযাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা হল শিয়ালদা স্টেশন। প্রতিদিন এত পরিমান মানুষ এবং ট্রেন কিভাবে সামলায় এই স্টেশনটি? পরিচালনা করা সত্যিই মুখের কথা নয়। ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের তকমা দেওয়া হয়েছে বিভিন্ন কারণের জন্যই।
আজকের এই প্রতিবেদনটিতে শিয়ালদা স্টেশন (Sealdah Division) সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক করে দেবে। বছরের নতুন দিনে এই খবর পেয়ে নিশ্চয়ই বিশ্বাস হবে না আপনার। ভারতীয় রেল বরাবর যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকে এবং তারজন্য স্টেশনগুলি যাতে পরিষ্কার থাকে একের পর এক সেই প্রচেষ্টাই চালিয়ে আসছে ভারতীয় রেল। কিন্তু রেল সতর্ক করার সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছিল না ষ্টেশনগুলোকে। পরিছন্নতা সম্পর্কে শিয়ালদা স্টেশনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল রেল। আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
একটি রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে যে, এই রেল স্টেশনের (Sealdah Division) উপর দিয়ে প্রতিদিন ৩০ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেন। এত পরিমানে মানুষ যাতায়াত করা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নতা সেভাবে বজায় রাখা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে কি করবে পূর্ব রেল? রেল অধিকারিকদের কাছে বিষয়টা এক প্রকার চ্যালেঞ্জিং। তবে বিষয়টি নিয়ে তারা হাত গুটিয়ে বসে নেই। পূর্ব রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হল।
আরও পড়ুন:Kolkata Metro: হাওড়া-সল্টলেক মেট্রো চালু হচ্ছে কবে, পরিবর্তন হলো নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটেও
সম্প্রতি যাত্রীদের জরিমানা করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ যদি স্টেশনে আবর্জনা ফেলা হয় এবং ধূমপান করা হয় তাহলে জরিমানা তো হবেই এমনকি মামলা পর্যন্ত হতে পারে। এমনিতে ২০২৪ সাল শেষ হতে চলেছে। বছর শেষের আগে সকলকে চমকে দিল রেলের এই সিদ্ধান্ত। পূর্ব রেল জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। শুধুই তাই নয়, শতাধিক মামলা অবধি দায়ের করা হয়েছে। সংখ্যাটা নেহাতই কিন্তু কম নয়।
পূর্ব রেল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র শিয়ালদা স্টেশনে (Sealdah Division) নয় অন্যান্য স্টেশনেও ময়লা ফেলার জন্য ৮৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলায় ১ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। এবার থেকে রেলের সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ স্টেশন চত্বরে ধূমপান করে তাহলে তাদেরকে অবশ্যই জরিমানা দিতে হবে এবং ইতিমধ্যে রেল ১৩৬ জনকে জরিমানা করেছে। সেই খাতে জরিমানা আদায় হয়েছে ২৭ হাজার ২০০ টাকা। এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, স্টেশন পরিচ্ছন্ন রাখায় তাঁরা বিশেষ জোর দিয়েছেন। যাত্রীদের এই বিষয়ে আরো সতর্ক করা হচ্ছে।