লোকাল ট্রেন পরিষ্কার নিয়ে রেলের নতুন ব্যবস্থা, উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই রেল নেটওয়ার্কের উপর ভর করে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেলের তরফ থেকে প্রতিদিন প্রায় ৮ হাজার রেলস্টেশন থেকে প্রায় ১২ হাজার যাত্রীবাহী ট্রেন ছাড়া হয়।

Advertisements

এর পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ এবং নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য রেলের তরফ থেকে নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রেলের তরফ থেকে ট্র্যাকে নামানো হচ্ছে বন্দে ভারতের (Vande Bharat) মতো প্রিমিয়াম ট্রেন। এসবের মধ্যেই এবার রেলের তরফ থেকে লোকাল ট্রেন নিয়ে নতুন এক ব্যবস্থা চালু করা হলো। নতুন এই ব্যবস্থার জন্য নতুন মেশিন বসিয়েছে পূর্ব রেল (Eastern Railways)।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন পরিষ্কার করার জন্য অটোমেটিক কোচ ওয়াচিং প্ল্যান্ট (ACWP) বসানো হয়েছে। হাওড়ার ইএমইউ কারশেডে ইএমইউ ট্রেনগুলি পরিষ্কার করার জন্য এমন প্ল্যান্ট বসানো হয়েছে। এই ব্যবস্থার ফলে লক্ষ লক্ষ যাত্রী বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবেন। নতুন এই ব্যবস্থা স্থাপন করে পূর্ব রেল রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।

Advertisements

নতুন এই ব্যবস্থার ফলে আগে যা সময় লাগতো তার থেকে একটি লোকাল ট্রেন পরিষ্কার করার জন্য অনেক কম সময় লাগবে। মাত্র ৭ থেকে ৮ মিনিটে লোকাল ট্রেন পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই প্ল্যান্টে ডিটারজেন্ট সলিউশন ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করা হয়। এটি একটি বহুস্তরীয় পরিষ্কারের ব্যবস্থা। যেটি ট্রেনের বাইরের দিক পরিষ্কার করে এবং বর্জ্য পরিশোধন করে থাকে। পাশাপাশি পরিষ্কার করার জন্য জলের প্ল্যান্টও রয়েছে।

এই ব্যবস্থাই ট্রেন ধোয়ার জন্য যেমন কম সময় লাগে এবং এতে ট্রেন সঠিক সময়ে ছাড়ার ক্ষেত্রে অনেক উপকারী হয়, ঠিক সেই রকমই আবার ২০ শতাংশ বিশুদ্ধ জল এবং ৮০ শতাংশ পুনর্ব্যবহৃত জল ব্যবহার করা হয়। এছাড়াও ডিটারজেন্টের পরিমাণ ঠিক মতো ব্যবহার হওয়ার ফলে ট্রেনের রঙের ক্ষেত্রেও কোনো ক্ষতি হবে না।

Advertisements