Railway Indication Board: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বারবার জিজ্ঞেস করতে হবে না, ১৯ স্টেশন নিয়ে রেলের নতুন উদ্যোগ

Shyamali Das

Published on:

Advertisements

Eastern Railway: কোন প্লাটফর্মে ট্রেন আসছে? কোন কোচ কোন জায়গায় দাঁড়াবে? এমন প্রশ্ন বারবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পাশের যাত্রীদের করতে দেখা যায় বেশ কিছু যাত্রীকে। এক্ষেত্রে যেমন পাশের যাত্রীরা অনেক সময় বিরক্ত হন, ঠিক সেই রকমই আবার কনফিডেন্স না থাকার কারণে নানান সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার এসবের দিন শেষ করতে পূর্ব রেল (Eastern Railway) ১৯টি রেল স্টেশনে রেলওয়ে ইন্ডিকেশন বোর্ড (Railway Indication Board) লাগিয়ে যাত্রীদের সুবিধা বাড়িয়ে দিল।

Advertisements

পূর্ব রেলের অধীনে অনেক রেলস্টেশন রয়েছে যেগুলিতে এমন বোর্ড আগে থেকেই লাগানো রয়েছে। তবে আবার এমন বোর্ড লাগানো নেই এমন স্টেশনের সংখ্যা অনেক বেশি। ধীরে ধীরে পূর্ব রেল ওই সকল সমস্ত স্টেশনে এমন বোর্ড লাগানোর উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে যাত্রীদের বহু সমস্যা দূর হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

রাজ্যে বহু স্টেশন রয়েছে যেগুলিতে কোন প্লাটফর্মে কোন ট্রেন কখন আসবে তা জানানোর জন্য কোন বোর্ড নেই। আবার প্ল্যাটফর্মের কোন জায়গায় কত নম্বর কোচ পড়ছে তা জানানোর জন্য ব্যবস্থা নেই। এসবের পরিপ্রেক্ষিতে ট্রেন এসে দাঁড়ালে নিজের কোচে ওঠার জন্য রীতিমতো ছোটাছুটি করতে হয় বহু যাত্রীদের। এমন পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা যাদের বাড়ে তারা হলেন প্রবীণ যাত্রীরা। কেননা ওই অল্প সময়ের মধ্যে তাদের ছুটে গিয়ে নিজের কামরায় উঠতে রীতিমতো হিমশিম খেতে হয়।

Advertisements

আরও পড়ুন : PM Yasavi Yojana: ৫-১০ হাজার টাকা অনেক হলো, এবার কেন্দ্র সরকার দিচ্ছে ১ লক্ষ ২৫ হাজার টাকা, পাবে পড়ুয়ারা

এসবের পরিপ্রেক্ষিতেই যাতে সমস্যা না হয় তার জন্য রেল ট্রেন ইন্ডিকেশন বোর্ড দ্রুততার সঙ্গে বিভিন্ন স্টেশনে লাগানোর কাজ চালাচ্ছে। যে বোর্ড জানিয়ে দেবে ট্রেনের প্রতিটি কোচের অবস্থান। আর এর ফলে আগে থেকেই যাত্রীরা জেনে নিতে পারবেন কোন জায়গায় তাদের কোচ পড়ছে। এমনটা জানা থাকলে তাদের স্বাভাবিকভাবেই ট্রেন এসে দাঁড়ানোর পর ছোটাছুটি করতে হবে না। সবচেয়ে বড় বিষয় হলো টেনশন মুক্ত ভাবে ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা।

রেলের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ২০২৪-২৫ অর্থবর্ষে পূর্ব রেল ১৯টি স্টেশনে এমন বোর্ড বসানোর কাজ করেছে এবং আগামী দিনে আরো বেশ কিছু স্টেশনে এমন বোর্ড বসানোর কাজ করবে। ইতিমধ্যেই যে ১৯ টি স্টেশনে এমন বোর্ড বসানোর কাজ করা হয়েছে সেই স্টেশনগুলি হল শিমুলতলা, বাসুকীনাথ, পাণ্ডবেশ্বর, সিউড়ি, বিদ্যাসাগর, দেওঘর, সাঁইথিয়া, আজিমগঞ্জ, নৈহাটি, শিবনারায়ণপুর, গিরিডি, শঙ্করপুর, লালগোলা, শান্তিপুর, জামতারা, পিরপৈতি, মুর্শিদাবাদ, চিত্তরঞ্জন এবং সুলতানগঞ্জ।

Advertisements