সুখবর, এবার লোকাল ট্রেনে চলবে TV, ঘোষণা পূর্ব রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। যাতায়াত করা এই সকল যাত্রীরা দূরপাল্লা অথবা কম দূরত্বের রাস্তার ক্ষেত্রেও ট্রেনের উপর নির্ভরশীল। এই সকল যাত্রীদের জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।

Advertisements

সম্প্রতি দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নতুন নতুন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। যাত্রীদের বিনোদনের কথা মাথায় রেখে এই সকল পরিষেবা চালু করা হচ্ছে। তবে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি এবার লোকাল ট্রেনেও বিনোদনের জন্য টিভি পরিষেবা চালু করার ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে এই পরিষেবা মিলবে সোমবার থেকেই।

Advertisements

বড় বড় রেল স্টেশনে যেমন এলইডি টিভির মাধ্যমে যাত্রীদের মনোরঞ্জন করা হয়ে থাকে ঠিক সেই রকমই এবার এই ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের মনোরঞ্জনের জন্য টিভি পরিষেবা দেওয়া হবে। লোকাল ট্রেনের ভিতরেই চলবে এই টিভি। সোমবার থেকেই এই পরিষেবা চালু করার ঘোষণা করল পূর্ব রেল।

Advertisements

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “হাওড়ায় ৫০টি রেকেই পর্যায়ক্রমে LED TV লাগানো হবে। প্রতিটি কামরায় ৪টি করে LED TV বসানো হচ্ছে। সোমবার সকাল ১টা ১৫-র হাওড়া-ব্যান্ডেল লোকালে প্রথম এই পরিষেবা শুরু করা হচ্ছে।”

এই ধরনের এলইডি টিভি পরিষেবা চালু করার জন্য যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, সেই সংস্থার তরফ থেকে এই সকল টিভিতে ৭০ ভাগ তাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিজ্ঞাপন প্রচার করবে। বাকি ৩০ ভাগ রেলের বিভিন্ন ঘোষণা যেমন সতর্কবার্তা, কর্মসূচি, পরের স্টেশনের নাম যাত্রীদের দেখানো হবে। এই সকল টিভির আকার হবে ২৭ ইঞ্চি এবং সেগুলি কামরার মাথার দিকে লাগানো থাকবে।

Advertisements