Eastern Railway: যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া কদম সরকারের, কোথায় কোথায় মিলবে এই নতুন পরিষেবা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Eastern Railway: যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রেখে নতুন পথ অবলম্বন করলেন রাজ্য সরকার। ঘোষিত হয়েছে পূর্ব রেল এর বিভিন্ন স্টেশনে মিলবে এই সুবিধে। কি কি নতুনত্ব এলো স্টেশন গুলিতে আসুন জেনে নেওয়া যাক। উদ্বোধন হয়ে গেল ৮৩ টি রিটায়ারিং রুম ও ২৮টি ডরমিটরি রুম। যার মধ্যে থাকবে এয়ার কন্ডিশন ডিলাক্স ও নন এসি রুম এর সুবিধে। যাত্রী রা নিজেদের সুবিধা অনুযায়ী বুকিং করতে পারেন তাদের পছন্দসই (Eastern Railway) এয়ার কন্ডিশন রুম বা নন এসি রুম।

Advertisements

দুরগামী ট্রেনের যাত্রার জন্য হোক বা স্টেশনে নেমে একটু বিশ্রাম নেওয়াই হোক রিটায়ারিং রুম বা ডরমিটরি রুম থাকলে যাত্রীদের ক্লান্তি বেশ খানিক টা কমে যাবে। আর ঠিক সেই কারণেই নতুন চিন্তা ভাবনার মাধ্যমে এই রিটায়ারিং বা ডরমিটরি রুম এর ব্যবস্থা করা। এই রুম গুলির মধ্যে থাকবে স্নানাগারের ব্যবস্থা। যাত্রীরা নিজেদের বিশ্রাম নেওয়ার সাথে সাথে ট্রেনে ওঠার আগে নিজেদের যাবতীয় নিত্য কর্ম ও সেরে নিতে পারবেন। আমরা অনেক সময় ট্রেন আসার অনেক আগে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করি বা ট্রেন পরিবর্তন এর ক্ষেত্রে এক ট্রেন থেকে নেমে অন্য আর একটি ট্রেনের অপেক্ষার জন্যও এই ডিলাক্স ও নন এসি রুম গুলি খুবই কার্যকর ও যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

Advertisements

পরিবার নিয়ে হোক বা একা দুই পরিস্থিতি তেই এই সুবিধা আপনি উপলব্ধ করতে পারবেন। এইবারে জেনে নেওয়া যাক পূর্ব রেল এর ঠিক কোন কোন স্টেশনে পাওয়া যাবে এই বিশ্রামাগার গুলির সুবিধা। হাওড়া, শিয়ালদহ, কলকাতা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, দক্ষিণেশ্বর, বেলুড়, তারকেশ্বর, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, নবদ্বীপ ধাম, আসানসোল, দুর্গাপুর, জসিডি, মধুপুর, সিউড়ি, শিমূলতলা, চিত্তরঞ্জন, বৈদ্যনাথ ধাম, দেওঘর, মালদা, ভাগলপুর, জামালপুর, নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ এবং বারহারওয়া ইত্যাদি স্টেশন গুলিতে আপাতত কাজ চলছে ডিলাক্স ও নন এসি বিশ্রামাগার বানানোর।

Advertisements

আরো পড়ুন: স্টপেজ বাড়তে চলেছে বন্দে ভারতের, বাংলা নিয়ে আরও নতুন নতুন পরিকল্পনা রেলের

কিন্তু ট্রেন থেকে নেমেই যে আপনি এই বিশ্রামাগার (Eastern Railway) গুলির সুবিধা লাভ করতে পারবেন তা কিন্তু একেবারেই নয়। সকল যাত্রীদের জন্য এই সুবিধে উপলব্দ নয়। কেবল মাত্র যারা আইআরসিটিসি মোবাইল এর দ্বারা এই অ্যাপটির মাধ্যমে বুকিং নেবেন খালি তারাই প্রবেশ করতে পারবেন এই বিশ্রামাগার গুলিতে। তার জন্য এই অ্যাপ টি খুলে যাত্রীদের সেখান থেকে গেস্ট লগ ইন বলে অপশনটি টিপে তার মধ্যে নিজের টিকিটের পিএনআর নম্বরটি দিয়ে দিতে হবে।

এরপরে আপনাদের কাছে আপনারা কোন স্টেশনের বিশ্রামাগার টিতে থাকতে চাইছেন সেটি অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে। এরপর পেমেন্ট এর অপশন এলে পেমেন্ট করে আপনার পছন্দসই এসি বা নন এসি রুম বুক করে নেবেন। এই রুম গুলিতে থাকার সময়সীমা ৩ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা। এর বেশি বা এর কম আপনারা রুম বুক করতে পারবেন না। তবে এবার থেকে আপনার পছন্দমত বুকিং করতে পারেন এয়ার কন্ডিশন রুম বা নন এসি রুম।

Advertisements