India-England Match: বছরের শুরুতেই ক্রিকেট নিয়ে চরম উত্তেজনা সর্বমহলে। কারণ ইডেনে অনুষ্ঠিত হচ্ছে নতুন বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে সম্মুখ সমরে ভারত-ইংল্যান্ড। ভারত টসে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই নিয়েই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। আর এই আবহেই ইডেনে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য এক দারুন খবর শোনালো পূর্ব রেল। যার ফলে রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা কাটবে ক্রিকেটপ্রেমীদের। কি খুশির খবর শোনালেন পূর্ব রেল? তাতে কি সুবিধা পাবে ক্রিকেটপ্রেমীরা?
প্রথমবারের মত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ভারত ইংল্যান্ডের (India-England Match) বিরুদ্ধে। শুধু জোরদার খেলা নয়, খেলার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য এদিন থাকবে একগুচ্ছ চমক। তাই এদিনে খেলা নিয়ে উত্তেজনার পারদ চলেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে অন্যদিকে রাতে বাড়ি ফেরা নিয়েও চিন্তায় পড়েছে অনেক ক্রিকেটপ্রেমী। আর তাদের সুবিধার্থেই এক বড় ঘোষণা করল পূর্ব রেল।
সম্প্রতি পূর্ব রেল তরফে ঘোষণা করা হয়েছে, ২২শে জানুয়ারি কলকাতার ইডেনে জোরদার ম্যাচ (India-England Match) থাকার কারণে এদিন রাত্রিবেলা অতিরিক্ত দুটি লোকাল ট্রেন চালানো হবে। যা মূলত ক্রিকেটপ্রেমীদের রাত্রিবেলা বাড়ি ফেরার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই দুই অতিরিক্ত লোকাল ট্রেন ছাড়া হবে প্রিন্সেপ ঘাট থেকে বারাসতের উদ্দেশ্যে এবং বিবাদী বাগ থেকে বারইপুরের উদ্দেশ্যেষ কখন ছাড়া হবে?
আরও পড়ুন:Beauty Tips: পঁয়তাল্লিশে এসেও কিভাবে ধরে রাখবেন যৌবন, জেনে নিন বিশেষ টিপস
রেল সূত্রে খবর, ২২শে জানুয়ারি প্রিন্সেপ ঘাট থেকে বারাসতের উদ্দেশ্যে স্পেশাল লোকাল ট্রেন ছাড়া হবে রাত ১১ঃ৫০ মিনিটে। যা বারাসতে পৌঁছাবে রাত ১টায়। অপরদিকে বিবাদী বাগ থেকে বারুইপুরের উদ্দেশ্যে এদিন ট্রেন ছাড়া হবে রাত ১২টা ২ মিনিটে। যে ট্রেনটি রাত ১টা ৩২ মিনিটে পৌঁছবে বারুইপুরে।
উল্লেখ্য বিষয় এদিন ভারত ইংল্যান্ড ম্যাচে (India-England Match) দেশের জার্সিতে ফিরতে দেখা যাবে মোহাম্মদ সামিকে। কারণ ২০২৩-এ ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর থেকে ২২ গজের বাইরে ছিলেন মোহাম্মদ সামি। মূলত চোটের কারণেই তিনি খেলায় অংশগ্রহণ করতে পারেননি। তবে আগের বছরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করেছিলেন মোহাম্মদ সামি। এর পাশাপাশি এদিন ইডেন মহারণে গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত টি-টোয়েন্টি সিরিজে কেমন খেলা দেখাবে তা নিয়েও কৌতুহল দেখা যাবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলছে জোরকদমে অনুশীলন। তবে শেষ পর্যন্ত কি হয় সেই নিয়েই চরম উত্তেজনা ক্রিকেটমহলে।