হাওড়া থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন! জল্পনা ঘিরে মুখ খুলল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। আগামী বছরের মধ্যে ৭৫ টি এই সেমি হাই স্পিড ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে রেলের। ইতিমধ্যেই চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দৌঁড়াচ্ছে দেশে।

Advertisements

দেশে যখন চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পথচলা শুরু করেছে সেই সময় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাওড়া থেকে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দৌড়াবে ট্র্যাকে। সেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দৌঁড়াবে হাওড়া থেকে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে জল্পনার শেষ নেই। ছড়িয়ে পড়া সেই খবরে দাবি করা হচ্ছে, হাওড়া থেকে রাঁচি পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে। রেলওয়ের তরফ থেকে সমস্ত রকম অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছুটতে শুরু করবে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়ে যে খবর ছড়িয়ে পড়েছে তা নিয়ে অবশেষে মুখ খুললেন পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পুরোটাই সোশ্যাল মিডিয়ার জল্পনা। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়া নিয়ে এখনো পর্যন্ত এইরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এমনকি সোশ্যাল মিডিয়ায় যে সকল খবর ছড়িয়ে পড়েছে তার মধ্যে আবার দাবি করা হচ্ছে, তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে। এর মধ্যে একটি হাওড়ার রাঁচি এবং অন্য দুটি হাওড়া পুরী এবং হাওড়া জলপাইগুড়ি। তবে রেলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এইরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি।

Advertisements