নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বেকার যুবক-যুবতীদের মূল লক্ষ্যই হলো চাকরি। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে এই বেকার যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ান। তবে সম্প্রতি এই সকল বেকার যুবক যুবতীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে চাকরির সন্ধান দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগ শুরু হয়েছে, যেখান থেকে মিলতে পারে চাকরি।
ভারতীয় রেলওয়ের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষানবিশ শূন্যপদে নিয়োগের জন্য। ইতিমধ্যেই এই সকল শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৩৩৬৬টি। যাদের মধ্যে সিংহভাগ শূন্যপদই হলো পশ্চিমবঙ্গের জন্য।
৩৩৬৬টি শূন্যপদের মধ্যে হাওড়া ডিভিশনে নেওয়া হবে ৬৫৯টি, লিলুয়া ডিভিশনে নেওয়া হবে ২০৪টি, জামালপুর ডিভিশনে নেওয়া হবে ৬৭৮টি, শিয়ালদহ ডিভিশনে নেওয়া হবে ১,১২৩টি, কাঁচারাপাড়ায় নেওয়া হবে ১৯০টি, আসানসোল ডিভিশনে নেওয়া হবে ৪১২টি এবং মালদহ ডিভিশনে নেওয়া হবে ১০০টি।
এই সকল পদে নিয়োগের জন্য বিভাগের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে, আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ এবং উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ। এছাড়াও আরও কিছু বিভাগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র নির্দিষ্ট ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ আইটিআই সার্টিফিকেট থাকার কথা বলা হয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছর পর্যন্ত।
শিক্ষানবীশ আইন ১৯৬১-র অধীনে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। যদিও এরপর রেলেই স্থায়ী কোনো চাকরি মিলবে কিনা তার কোন কথা নেই। তবে এই সার্টিফিকেট বিভিন্ন সরকারি অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য খুবই লাভজনক।
যেসব ক্ষেত্রে শিক্ষানবিশ নিয়োগ করা হবে সেগুলি হল, গ্যাস এবং ইলেকট্রিক ওয়েল্ডার, সিট্ মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়েরম্যান, কার্পেন্টার, পেন্টার।
এই সকল শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনকারীদের আবেদন করতে হবে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনরকম ফি দিতে হবে না।