একসাথে আরও ১০ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করলো পূর্ব রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে প্রতিনিয়তই বিপর্যস্ত হয়ে পড়ছে রেল পরিষেবা। পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তবে এর পাশাপাশি পর্যাপ্ত যাত্রীসংখ্যার অভাবে বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লার স্পেশাল ট্রেনকে। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে মাসকয়েক ধরেই এই ট্রেন বন্ধ করার কাজ চালাচ্ছে পূর্ব রেল। ট্রেন বন্ধ করে দেওয়ার পিছনে পর্যাপ্ত যাত্রীসংখ্যা ছাড়াও অন্য একটি কারণ হলো পরিচালনাগত পরিকাঠামোর অভাব।

Advertisements

গত কয়েকদিন ধরেই দূরপাল্লার একাধিক ট্রেন বন্ধ করে দেওয়ার পাশাপাশি সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নতুন করে আরও ১০ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করা হচ্ছে। নতুন করে এই যে ১০ জোড়া ট্রেন বাতিল করা হচ্ছে তা অনির্দিষ্টকালের জন্য বাতিল থাকবে। ভারতীয় রেলওয়ের তরফ থেকে অবিলম্বে এই বিজ্ঞপ্তি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

১০ জোড়া বাতিল ট্রেন

Advertisements

১) আপ এবং ডাউন হাওড়া থেকে মালদা টাউন স্পেশাল ট্রেন।

২) আপ এবং ডাউন হাওড়া থেকে আজিমগঞ্জ স্পেশাল ট্রেন।

৩) আপ এবং ডাউন কলকাতা থেকে লালগোলা স্পেশাল ট্রেন।

৪) আপ এবং ডাউন হাওড়া থেকে মালদা টাউন স্পেশাল ট্রেন।

৫) আপ এবং ডাউন শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন।

৬) আপ এবং ডাউন কলকাতা থেকে রাধিকাপুর স্পেশাল ট্রেন।

৭) আপ এবং ডাউন কলকাতা থেকে বালুরঘাট স্পেশাল ট্রেন।

৮) আপ এবং ডাউন হাওড়া থেকে ধানবাদ স্পেশাল ট্রেন।

৯) আপ এবং ডাউন হাওড়া থেকে মুজফফরপুর স্পেশাল ট্রেন।

১০) আপ এবং ডাউন রাঁচি থেকে দেওঘর স্পেশাল ট্রেন।

[aaroporuntag]
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে রেল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার মুহূর্তেই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যদিও এই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে ভারতীয় রেল রেল পরিষেবাকে বন্ধ করে দেওয়ার পথে হাঁটেনি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে একপ্রকার বন্ধ হতে চলেছে ভারতীয় গণমাধ্যমের মেরুদন্ড এই রেল পরিষেবা।

Advertisements