Eastern Railways Big Step: নতুন ট্রেন থেকে অতিরিক্ত কোচ, যাত্রীদের সুবিধায় পূর্ব রেল নিল এই ৫ বড় পদক্ষেপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবার উপর নির্ভর করে প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যত দিন যাচ্ছে ততই এই যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন ডিভিশনের পাশাপাশি একইভাবে চাপ বৃদ্ধি হচ্ছে পূর্ব রেলের (Eastern Railway) উপরও। এমন পরিস্থিতিতে পূর্ব রেলের তরফ থেকে একগুচ্ছ এমন পদক্ষেপ নেওয়া হল যাতে করে উপকৃত হবেন যাত্রীরা।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানুয়ারি মাস থেকেই এমন বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নতুন ট্রেন চালানো থেকে শুরু করে ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা। এছাড়াও বিভিন্ন রেল স্টেশনে স্টপেজ দেওয়ার বিষয়েও বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। রেলের তরফ থেকে এই সকল পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত যাত্রীদের আরও সুবিধা প্রদানের জন্য। চলুন দেখি নেওয়া যাক ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করল পূর্ব রেল।

Advertisements

১) রেল ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য পূর্ব রেলের আওতায় জানুয়ারি মাসে দুটি নতুন ট্রেন চালু করা হয়েছে। যে দুটি নতুন ট্রেনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীরা উপকৃত হবেন। নতুন যে দুটি ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে একটি হলো ১৩১৮৯/১৩১৯০ শিয়ালদহ-বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস। অন্য যে ট্রেনটি চালানো শুরু হয়েছে সেই ট্রেনটি হল ১৩৩৩৩/১৩৩৩৪ পাটনা-দুমকা-পাটনা এক্সপ্রেস।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways: কপাল খুলছে ৪০টি এই ডিভিশনের ট্রেনের! বড় পদক্ষেপ নিচ্ছে রেল

২) স্থানীয় বাসিন্দাদের যাতে আরও সুবিধা হয় তার জন্য বেশ কিছু ট্রেনের যাত্রা পথ বৃদ্ধি করা হয়েছে। যাত্রাপথ বৃদ্ধি করা হয়েছে ১৮৬১৭/১৮৬১৮ রাঁচি-নিউ গিরিডি এক্সপ্রেসের। এই ট্রেনটিকে এখন মধুপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। অন্যদিকে মালদা টাউন থেকে দিল্লি ১৩৪৮৩/১৩৪৮৪ ফারাক্কা এক্সপ্রেসকে ভাতিন্দা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

৩) আরও বেশি সংখ্যক যাত্রীরা যাতে ট্রেনিং সিট পান তার জন্য ৪১৫ টি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করা হয়েছে। বিভিন্ন ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য উত্তরবঙ্গ থেকে দীঘাগামী এবং শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে আগের তুলনায় এখন অনেক যাত্রী কনফার্ম টিকিট পাবেন।

৪) ১১ টি এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন জায়গায় স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার ফলে যে সকল স্টেশনের স্টপেজ দেওয়া হবে সেই সকল স্টেশনের যাত্রীরা অনেক উপকৃত হবেন। যে সকল স্টেশনে স্টপেজ বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মির্জা চৌকি, বরাকর, দুবরাজপুর, পাকুর ইত্যাদি।

৫) ১৩১৪৫/১৩১৪৬ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের আইসিএফ কোচকে পুরোপুরিভাবে বদলে ফেলা হয়েছে এলএইচবি কোচে। এর ফলে এই ট্রেনের সুরক্ষা ব্যবস্থা আগে তুলনায় অনেক উন্নত হয়েছে। এছাড়াও এই ট্রেনটিতে এমন পরিবর্তন আনার ফলে যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Advertisements