নিজস্ব প্রতিবেদন : টানা ৩-৪ দিন ছুটি পেলেই ভ্রমণপিপাসুদের ঘুরতে যেতে দেখা যায় কোন না কোন জায়গায়। এই ভ্রমণপিপাসুদের তালিকায় সবার আগে রয়েছে বাঙালিরা। তাদের আবার সবচেয়ে পছন্দের জায়গা উত্তরবঙ্গ (North Bengal) অর্থাৎ পাহাড়। এবার ১৫ আগস্টে অর্থাৎ স্বাধীনতা দিবসের ছুটিকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার দারুণ সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)।
চলতি বছর ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস পড়েছে মঙ্গলবার। তার আগে ১২ এবং ১৩ আগস্ট শনিবার ও রবিবার। এক্ষেত্রে ১৪ আগস্ট অর্থাৎ সোমবারের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ঘুরতে যাওয়ার সুযোগ। ছুটির এই তালিকা এবং উত্তরবঙ্গগামী ট্রেনগুলির চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন ঘোষণা করা হলো।
১) ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস : ১১ আগস্ট অর্থাৎ শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।
২) ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা এক্সপ্রেস : ১২ আগস্ট শনিবার বেলা ১২ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সেদিন রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে।
এই দুটি স্পেশাল ট্রেনে এসি কোচ থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। ট্রেন দুটি শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ি ছাড়াও নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউনে দাঁড়াবে। এই স্পেশাল ট্রেনটির টিকিট বুকিং আজ অর্থাৎ ১০ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। তবে এই ট্রেনটি স্পেশাল ট্রেন হওয়ার কারণে অন্যান্য ট্রেনের তুলনায় এর টিকিটের দাম সামান্য হলেও বেশি। ট্রেন দুটির টিকিট অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই পাওয়া যাবে।