নিজস্ব প্রতিবেদন : কাছে হোক অথবা দূরে, দরকারি কাজে হোক অথবা ভ্রমণের জন্য দেশের অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। যে কারণে ট্রেনের উপর এই বিপুল নির্ভরতার ফলে ভারতীয় রেলকে বলা হয় গণপরিবহনের মেরুদন্ড। গণপরিবহনের এই মেরুদন্ডে পূর্ব রেলের ১২টি ট্রেন পুরোপুরিভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় রেলের তরফ থেকে যে কারণে ১২টি ট্রেন পুরোপুরিভাবে তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল কুয়াশা। পুরোপুরিভাবে এই ১২টি ট্রেন বন্ধ রাখার পাশাপাশি কয়েকটি ট্রেনের আংশিক ভাবে বাতিল রাখার ঘোষণাও করা হয়েছে। এই সকল ট্রেনগুলি বাতিল থাকবে ১ ডিসেম্বর থেকে আগামী বছর ২ মার্চ পর্যন্ত।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস : ট্রেনটি ২ ডিসেম্বর থেকে বাতিল থাকবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি শুক্রবার মোট ১৩ ট্রিপ বাতিল থাকবে।
২২১৯৭ কলকাতা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস : ৪ ডিসেম্বর থেকে মোট ১৩টি ট্রিপ বাতিল থাকবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার ট্রেন বাতিল থাকবে ট্রেনটি।
১৪০০৪ নয়াদিল্লি মালদা টাউন এক্সপ্রেস : ১ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার এবং বৃহস্পতিবার মোট ২৬টি ট্রিপ বাতিল থাকবে ট্রেনটি।
১৪০০৩ মালদা টাউন নয়াদিল্লি এক্সপ্রেস : ৩ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে। মোট ২৬ ট্রিপ বাতিল থাকবে।
১২৩৫৭ কলকাতা অমৃতসর এক্সপ্রেস : ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে। মোট ২৬ ট্রিপ বাতিল থাকবে।
১২৩৫৮ অমৃতসর কলকাতা এক্সপ্রেস : ৫ ডিসেম্বর থেকে আগামী বছর ২ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে। মোট ২৬ ট্রিপ বাতিল।
১২৩১৭ কলকাতা অমৃতসর এক্সপ্রেস : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে ট্রেনটি।
১২৩১৮ অমৃতসর কলকাতা এক্সপ্রেস : আগামী ৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে।
১২৩৬৯ হাওড়া দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে।
১২৩৭০ দেরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে।
১৫৬২০ কামাখ্যা গয়া এক্সপ্রেস : আগামী ৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার এই ট্রেনটি বাতিল থাকবে।
১৫৬১৯ গয়া কামাখ্যা এক্সপ্রেস : আগামী ৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এই ট্রেনটি বাতিল থাকবে।