দু’জোড়া নতুন ট্রেন চালু করলো পূর্ব রেল, রইলো সময়সূচি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পূর্ব রেলের তরফ থেকে কয়েকদিন আগেই জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি তারা ১০০% ট্রেন পুনরায় চালু করতে চলেছে। ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে তাদের এমনই অনুমোদন দিয়েছে। সেই মতো ধাপে ধাপে পুনরায় ট্রেন পরিষেবা চালু করার কাজ শুরু করেছে পূর্ব রেল। সম্প্রতি তারা আরও দু’জোড়া নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত নিলো।

সম্প্রতি তারা চলতি মাসের শেষের দিকে চালু করতে চলেছে আসানসোল-শিয়ালদহ-আসানসোল এবং হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল ট্রেন। আসানসোল-শিয়ালদহ-আসানসোল স্পেশাল ট্রেনটি চালু হবে আগামী ২২ মার্চ থেকে এবং হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল ট্রেনটি চালু হবে আগামী ৩০ মার্চ থেকে। চলুন দেখে নেওয়া যাক এদের সময়সূচি।

আসানসোল-শিয়ালদহ-আসানসোল স্পেশাল ট্রেন : এই স্পেশাল ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করবে। রবিবার দিন ট্রেনটি চলবে না। ট্রেনটি আসানসোল থেকে ছাড়বে সকাল ৬ টা ৪৫ মিনিটে। শিয়ালদা পৌঁছাবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে বিকাল ৫ টা ১০ মিনিটে। আসানসোল পৌঁছাবে রাত ৯ টা ৫ মিনিটে। যাত্রাপথে স্টপেজ রয়েছে দুর্গাপুর, বর্ধমান, রানিগঞ্জ, অন্ডাল, নৈহাটি, ব্যান্ডেল এবং ব্যারাকপুর স্টেশনে।

হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল ট্রেন : এই স্পেশাল ট্রেন টি সপ্তাহে প্রতিদিন চলবে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১০ টা ৪৪ মিনিটে। আজিমগঞ্জ পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে। আজিমগঞ্জ থেকে ছাড়বে সকাল ৭ টা ৫৫ মিনিটে। হাওড়া পৌঁছাবে দুপুর ১ টা ৫৫ মিনিটে।

[aaroporuntag]
হাওড়া থেকে আজিমগঞ্জ যাওয়ার পথে ট্রেনটি দাঁড়াবে ব্যান্ডেল, আহমেদপুর, বর্ধমান, নলহাটি, বোলপুর, রামপুরহাট, মোড়গ্রাম এবং সাগরদিঘিতে। আজিমগঞ্জ থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেনটি দাঁড়াবে ব্যান্ডেল, বর্ধমান, সাঁইথিয়া, নলহাটি, বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট, মোড়গ্রাম এবং সাগরদিঘিতে।