Eastern Railways: যাত্রী সুবিধার্থে পূর্ব রেল নিল অভিনব উদ্যোগ, নজর কাড়তে সফল সাধারণের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Eastern Railways: যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের নতুন উদ্যোগ, নজর কারতে সফল সাধারনের। ভারতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত দাঁড়িয়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবার উপর। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করে থাকেন। যাত্রী সুরক্ষা এবং যাত্রীর সুবিধার্থে একাধিক পরিকল্পনা গ্রহণ করে ভারত সরকার। বিশেষত, ভারতীয় রেল পরিষেবার পূর্ব রেলওয়ে (Eastern Railways) শাখা যাত্রী সুবিধার্থে প্রতিনিয়ত একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। এইবারও একেবারে নজির বিহীন একটি পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেলওয়ে। আজকের প্রতিবেদনে রেলের পক্ষ থেকে নেওয়া নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisements

প্রতিনিয়ত বহু মানুষ এই পরিষেবা ব্যবহার করে থাকেন। তাই সেখানকার সুরক্ষা ব্যবস্থা মজবুত হওয়া খুবই প্রয়োজনীয়। এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখাটাও রেল কর্তৃপক্ষের কর্তব্য। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ একের পর এক প্রকল্পের প্রচলন করে চলেছেন। আবারো নতুন একটি উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব রেল (Eastern Railways) কর্তৃপক্ষকে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। একটি বিশেষ বিষয়ের উপর অভিযান চালিয়ে ছিল পূর্ব রেল কর্তৃপক্ষ। সেখান থেকে পাওয়া গেছে আশ্চর্য রকম সফলতা। সাফল্যের কথা বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

Advertisements

অভিযান চালিয়েছিল পূর্ব রেলের (Eastern Railways) হাওড়া ডিভিশনের বাণিজ্যিক বিভাগ। তারা নিয়মিত টিকিট পরীক্ষা করার উপর কড়াকড়ি শুরু করেন সেখান থেকেই এসেছে সাফল্য। এই সাফল্য ভারতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত পূর্ব রেলের হাওড়া ডিভিশনে টিকিট পরীক্ষার মাধ্যমে ১.৯ কোটি টাকার জরিমানা আদায় করেছেন টিকিট পরীক্ষকরা। বিনা টিকিটে যাত্রা করা যাত্রী এবং অনিয়মিত টিকিট ব্যবহার করার অপরাধে প্রায় ৭২৭৯০ টি মামলা ঋজু করা হয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল অনেকটাই কম। গত বছরের তুলনায় এই বছর টিকিট সংক্রান্ত অভিযোগের কারণে করা মামলার সংখ্যা বেড়েছে ১০.৩২ শতাংশ।

Advertisements

আরো পড়ুন: কখনো রেললাইনে পাথর, কখনো সিলিন্ডার, এক সপ্তাহে তিনবার ট্রেন বেলাইন করার চেষ্টা

পূর্ব রেলের (Eastern Railways) হাওড়া ডিভিশনের পক্ষ থেকে হঠাৎ করেই একটি উদ্যোগ নেওয়া হয়। তারা নিয়মিত টিকিট পরীক্ষা শুরু করে কড়াকড়িভাবে। সেখান থেকেই এই সাফল্য অর্জন করতে পেরেছে তারা। তাদের এই আকস্মিক অভিযানের কারণেই হয়তো এতগুলি মামলা ঋজু করা সম্ভব হয়েছে। তবে তারা যে শুধুমাত্র যাত্রীদের উপর জরিমানা চাপিয়ে দিয়েছে তা কিন্তু একেবারেই নয়। তারা সাধারণ টিকিট কাউন্টার, ইউটিএস অ্যাপ, স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র ইত্যাদি বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তাদেরকে জানতে সাহায্য করছেন। এবং এই পদ্ধতিগুলিকে ব্যবহার করে টিকিট কেটে ট্রেন পরিষেবা ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন। এছাড়াও টিকিট কাটার ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে। যাত্রীরা চাইলেই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন।

যেকোনো পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে গেলেই কিছু পরিমাণ ভাড়া দিতে হয়। এটাই নিয়ম বা এটাই কর্তব্য। সেক্ষেত্রে রেল পরিষেবা বিনামূল্যে, বিনা টিকিটে ব্যবহার করা কোনমতেই উচিত নয়। এটা শুধুমাত্র দন্ডনীয় অপরাধ নয়, এটা নিজের ব্যক্তি চরিত্রের অবমাননা করা। সমাজের কাছে নিজের ভাবমূর্তিকে ছোট করা। অতএব বিনা টিকিটে রেল পরিষেবা ব্যবহার না করে উপযুক্ত এবং বৈধটি টিকিট ব্যবহার করুন। পূর্ব রেলের (Eastern Railways) পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে জরিমানা এড়াতে বৈধ টিকিট ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। টিকিট কাটার প্রত্যেকটি পদ্ধতি যথাসম্ভব সহজ ভাবে ব্যাখ্যা করা হচ্ছে যাত্রীদের কাছে। যাতে তারা টিকিট ছাড়া রেল পরিষেবা ব্যবহার করার চেয়ে বৈধ টিকিট সংগ্রহ করে পরিষেবা ব্যবহার করার দিকে উৎসাহিত হয়।

Advertisements