নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) প্রতি নিয়ত রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালাচ্ছে। রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় দেশের বিভিন্ন রেল স্টেশন পরিষেবার দিক দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি নতুন নতুন ট্রেন ট্র্যাকে নামানো হচ্ছে। নতুন নতুন এই সকল ট্রেনের তালিকায় যেমন রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, ঠিক সেই রকমই সবচেয়ে বড় জায়গা দখল করে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
এই মুহূর্তে দেশে ৪০টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকে। তবে এই সংখ্যা আগামী কয়েক মাসের মধ্যেই অনেকটাই বেড়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৬০টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে এই সংখ্যা ১০০ তে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে রেলের। এই সকল লক্ষ্যমাত্রার মধ্যেই এবার আরও একটি খবর সামনে এলো।
নতুন যে খবর সামনে এসেছে সেই খবর অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসেই পূর্ব রেল (Eastern Railway) নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। রেলের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো না হলেও, এমনই দাবি করেছেন প্রাক্তন সাংসদ সুরজ মন্ডল। শুধু দাবি নয়, এর পাশাপাশি তিনি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনার দিন হিসাবে ২ ফেব্রুয়ারিকেও উল্লেখ করেছেন।
আরও পড়ুন ? Tejas Express Fare: বাংলা থেকে তেজস এক্সপ্রেসে চড়ে সোজা দিল্লি! দেখে নিন কত পড়বে খরচ
প্রাক্তন সাংসদ সুরজ মন্ডল দাবি করেছেন, নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে আশ্বস্ত করেছেন। নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হতে চলেছে বলে দাবি করেছেন সুরজ মন্ডল সেই ট্রেনটি চলবে দুমকা থেকে রাঁচি পর্যন্ত। দুমকা হল পূর্ব রেলের আওতাধীন। অন্যদিকে আবার রাঁচি দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন।
তবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যদি চালুও হয়, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা তেমন সুবিধা পাবেন না। কারণ এই ট্রেনের যাত্রা পথে পশ্চিমবঙ্গের কোন স্টেশন পরবে না। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস নিজেদের ঝুলিতে পেয়েছে। যেগুলি হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি রুটে যাতায়াত করে।