নিজস্ব প্রতিবেদন : শীতকালে ভ্রমণ পিপাসুরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন বেড়ানোর জন্য। স্বাভাবিকভাবেই এই সময় আলাদা করে থাকে ট্রেনের চাহিদা। এমত অবস্থায় পূর্ব রেলের তরফ থেকে হাওড়া পুরী একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। শীতের মরশুমে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চলবে এই ট্রেন।
নতুন এই ট্রেনটি চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর হাওড়া থেকে এবং ২৫ ডিসেম্বর চালু হচ্ছে পুরি থেকে। আগামীকাল অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এই ট্রেনের টিকিট বুকিং। কাউন্টার থেকে অথবা অনলাইন থেকে বুক করা যাবে এই স্পেশাল ট্রেনের টিকিট। তবে এই ট্রেনের টিকিটের জন্য বাড়তি খরচ গুনতে হবে যাত্রীদের।
০৩০০৫ হাওড়া-পুরী স্পেশাল ট্রেনটি ২৪ ডিসেম্বর হাওড়া থেকে ছাড়বে রাত্রি ১১ টা ৫০ মিনিটে এবং পুরি পৌঁছাবে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে।
০৩০০৬ পুরী-হাওড়া স্পেশাল ট্রেনটি ২৫ ডিসেম্বর দুপুর দুটোর সময় পুরি থেকে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে রাত্রি ১১ টা ৪৫ মিনিটে।
হাওড়া-পুরী-হাওড়া শীতকালীন স্পেশাল ট্রেন pic.twitter.com/DEMSY349y3
— Eastern Railway (@EasternRailway) December 14, 2021
পূর্ব রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই স্পেশাল দুটি ট্রেন পুরোপুরি সংরক্ষিত হওয়ার কারণে টিকিট বুক করার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এছাড়াও তৎকাল সুবিধা পাওয়া যাবে না এবং টিকিট বাতিল করার সুবিধা নেই।