Summer Special Train: গরমে দার্জিলিং যাওয়ার চিন্তা দূর করলো রেল! এবার সহজেই টিকিট পাবেন পর্যটকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে, সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দার্জিলিং। দার্জিলিঙে বছরের অধিকাংশ সময়ই বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। এমনিতেই রাজ্যজুড়ে গরম পড়ে গিয়েছে। আর এই গরমের মরশুমে অনেকেই রয়েছেন যারা দার্জিলিংয়ের মত পাহাড়ি এলাকায় শীতল হাওয়া খেতে পৌঁছে যান।

Advertisements

দার্জিলিং যাতায়াত করা পর্যটকদের মধ্যে অধিকাংশ পর্যটকরাই ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে পৌঁছে যান দার্জিলিং। আর এই কারণেই ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিটের আকাল ধরতে শুরু করেছে। অনেকেই রয়েছেন যারা টিকিট না পেয়ে তাদের ট্যুর প্ল্যান বাতিল করে দিচ্ছেন। তবে এমন পরিস্থিতিতে এবার রেলের তরফ থেকে ওই সকল পর্যটকদের জন্য সুখবর দেওয়া হল।

Advertisements

রেলের তরফ থেকে সহজেই উত্তরবঙ্গ পৌঁছানোর জন্য একটি স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মকালীন এই স্পেশাল ট্রেনটি (Summer Special Train) আগামী ১২ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি চলবে ২৯ জুন পর্যন্ত। এই ট্রেনটি শিয়ালদা রেল স্টেশন থেকে জাগি রোড পর্যন্ত যাতায়াত করবে। প্রায় তিন মাসের জন্য চলা এই স্পেশাল ট্রেনটিতে চড়ে অনায়াসেই পর্যটকরা নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Kolkata-Sikkim Flight Timetable: ১৬ ঘন্টার রাস্তা দেড় ঘন্টায়! দেখে নিন গরমে বিমানে সিকিম যাওয়ার টাইমটেবিল

টাইমটেবিল : ০৩১০৫ শিয়ালদা থেকে জাগি রোড পর্যন্ত গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদা থেকে জাগি রোডের উদ্দেশ্যে সকাল ৯ টার সময় ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে সন্ধ্যা ৭:১০ মিনিটে। অন্যদিকে ০৩১০৬ জাগি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটি প্রতি শনিবার জাগি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি দুপুর ১টার সময় জাগীরোড থেকে রওনা দেওয়ার পর নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছাবে রাত ১২:৩০ টায়। ট্রেনটি শিয়ালদা এসে পৌঁছাবে পরদিন দুপুর ১টার সময়।

এই ট্রেনটি যাত্রাপথে যে সকল স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন ইত্যাদি। সুতরাং এই ট্রেনটিতে চড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা সহজেই নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও অসমের বিভিন্ন জায়গা পৌঁছাতে পারবেন অনায়াসে।

Advertisements