Aadhaar -এর ঠিকানা ও ছবি বদলে উপভোক্তাদের সুবিধার্থে নয়া নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার (Aadhaar) বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি সুবিধা থেকে স্কুল কলেজ ভর্তি এবং পরীক্ষার ক্ষেত্রে আধার অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে উপভোক্তাদের যাতে বেশি ছোটাছুটি করতে না হয় তার জন্য ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আনা হলো নয়া নিয়ম। এর পাশাপাশি ছবি বদলের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে।

Advertisements

নতুন নিয়ম অনুযায়ী আধারের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। নতুন নিয়ম এতটাই সহজ করা হয়েছে যে, এখন তা ইচ্ছে করলে নিজেদের মোবাইল ফোন থেকেই করে নেওয়া যাবে। বাড়িতে বসেই ঠিকানা পরিবর্তন করা গেলেও ছবি পরিবর্তন করতে গ্রাহকদের যেতে হবে আধার কেন্দ্র অথবা যেখানে আধারের কাজ হচ্ছে সেই কেন্দ্রে।

Advertisements

এছাড়াও নিজেদের মোবাইল ফোন (Mobile Phone) থেকে ঠিকানা পরিবর্তন করার সুবিধা পাওয়ার পাশাপাশি গ্রাহকরা সহজেই আধারের সঙ্গে প্যান নম্বর (PAN Number) সংযুক্ত করতে পারবেন। অন্যদিকে আধার কার্ডের ছবি পরিবর্তন করার জন্য ২৫ টাকা ধার্য করা হবে বলে জানানো হয়েছে UIDAI-এর তরফ থেকে।

Advertisements

সহজেই ঠিকানা পরিবর্তনের জন্য আবেদনকারীকে যেতে হবে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in । সেখানে বাঁ দিকে থাকা ‘My Aadhaar’ ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। সেখানে আধার আপডেট অপশন থেকে বেছে নিতে হবে ‘Update Demographics Data & Check Status’ অপশনটি।

এরপর যে সকল তথ্য চাওয়া হবে অর্থাৎ আধার নম্বর, ওয়েবসাইটের ক্যাপচা কোড ইত্যাদি সঠিক জায়গায় দেওয়ার পর ওটিপি (OTP) নিতে হবে। আধারের সঙ্গে থাকা রেজিস্টার্ড মোবাইল (Registered Mobile) নম্বরে আসা ওটিপি দিতে হবে নির্দিষ্ট জায়গায়। এরপর ঠিকানা পরিবর্তন করার পাশাপাশি নতুন করে দেওয়া ঠিকানায় স্বপক্ষে একটি নথি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করে দিতে হবে ঠিকানা পরিবর্তনের জন্য।

আধারের ছবি পরিবর্তন করার জন্য গ্রাহকদের যেতে হবে নিকটবর্তী যেকোনো আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) অথবা যেখানে আধার সম্পর্কিত কাজ হচ্ছে সেই ব্যাঙ্ক (Bank) অথবা পোস্ট অফিসে (Post Office)। সেখানে ছবি পরিবর্তন করার আগে গ্রাহকের বায়োমেট্রিক যাচাই করা হবে এবং নতুন করে ছবি তোলা হবে। এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে ২৫ টাকা।

Advertisements