বেড়ে চলছে জাল PAN কার্ডের সংখ্যা, চেনার উপায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : PAN কার্ড আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য জিনিসের মত এবার এই PAN কার্ডের ক্ষেত্রেও শুরু হয়েছে নানান ধরনের জালিয়াতি। ইতিমধ্যেই এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যে কারণে কোন লেনদেন অথবা PAN নম্বর ব্যবহারের ক্ষেত্রে আগেই জেনে নেওয়া উচিত আপনার PAN কার্ডটি সঠিক তো?

Advertisements

Advertisements

PAN নম্বর এখন যেমন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অত্যন্ত জরুরী, ঠিক ততটাই জরুরি সম্পত্তি কেনাবেচা, গাড়ি কেনাবেচা, আইটিআর ফাইল করা, দু’লক্ষ টাকার বেশি গয়না কেনার ক্ষেত্রে। এর পাশাপাশি ক্রেতা-বিক্রেতা যদি এসকল ক্ষেত্রে ১০ অংকের ভুল PAN নম্বর ব্যবহার করে থাকেন তাহলে আইন অনুযায়ী ওই ব্যক্তির জরিমানা এবং সাজা হতে পারে। সুতরাং সঠিক PAN নম্বর ব্যবহার করাটাও নাগরিকদের কাছে অত্যন্ত জরুরী।

Advertisements

কিভাবে জানা যাবে নিজের PAN নম্বর আসল না নকল?

১) PAN নম্বর যাচাই করার জন্য প্রথমেই নাগরিকদের যেতে হবে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.incometaxindiaefiling.gov.in/home)।

২) সেখানে বাঁদিকের বিকল্পগুলির মধ্যে থাকা ‘Verify Your PAN Details’ বিকল্পটি বেছে নিতে হবে।

৩) পরবর্তী পর্যায়ে চাওয়া হবে PAN নম্বর, নাম, জন্ম তারিখ।

৪) এরপর Captcha দিয়ে Submit করে দিতে হবে। সব সঠিকভাবে পূরণ করা হলেই সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার PAN নম্বরটি আসল না নকল।

Advertisements