নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্প এনেছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হিসাবে উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এটি এমন একটি প্রকল্প যার মধ্য দিয়ে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা দেওয়া হয়। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদান করা হয়ে থাকে। যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা প্রতি মাসে ৫০০ টাকা এবং যারা তপশিলি জাতি ও উপজাতির মহিলা তারা প্রতি মাসে ১০০০ টাকা পান।
নির্দিষ্ট শর্ত পূরণ করা রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। যে সকল দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় সেই সকল ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। তবে অনেক মহিলাদের দাবি, তারা বারবার আবেদন করেও টাকা পাচ্ছেন না অথবা আবেদন করার পর দীর্ঘদিন হয়ে গেলেও টাকা আসছে না।
এই ধরনের পরিস্থিতিতে আবেদনকারী ওই সকল মহিলাদের প্রকল্পের টাকার খবর নিতে একাধিকবার স্থানীয় ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের দপ্তরে দৌড়াতে হচ্ছে। এমন পরিস্থিতি থেকে যাতে আবেদনকারী এই সকল মহিলারা রক্ষা পান তার জন্য এবার বাড়িতে বসেই আবেদন থেকে শুরু করে পেমেন্টের স্ট্যাটাস দেখা চালু করে দিল রাজ্য। রাজ্যের তরফ থেকে যে ব্যবস্থা চালু করা হয়েছে তাতে খুব সহজেই নিজের ফোন অথবা কম্পিউটার থেকে সব ধরনের স্ট্যাটাস চেক করা যেতে পারে।
স্ট্যাটাস চেক করার জন্য আবেদনকারীকে https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে যেতে হবে। সেখানে থাকা Track Applicant Status অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে প্রথমেই একটি খালি বক্স দেখা যাবে, যে বক্সে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর অথবা আধার কার্ড নম্বর দিতে হবে। ঠিক তারপরেই যে ক্যাপচা কোড রয়েছে সেটি দিয়ে Search বটনটিতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর দেখা যাবে নতুন একটি পেজ খুলছে এবং সেখানে আপনার আবেদনের স্ট্যাটাস প্রথমেই দেখিয়ে দেওয়া হবে। যদি আপনার আবেদন ঠিকঠাক থাকে তাহলে তা অ্যাপ্রুভ হয়েছে কিনা অথবা কোন জায়গায় তা আটকে গিয়েছে তা দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি আপনি যদি আগে থেকেই এই প্রকল্পের আওতায় নথিভুক্ত থাকেন তাহলে নিচে পেমেন্ট স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে প্রত্যেক মাসে টাকা পাওয়ার বিবরণ পেয়ে যাবেন। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে আবেদন করার পর কেন টাকা পাচ্ছেন না অথবা প্রতিমাসে টাকা পাচ্ছেন কিনা সব জানতে পারবেন বাড়িতে বসেই।