নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির সমস্ত Reliance Jio ভারতের টেলিকম বাজারে নিজেদের ব্যবসা শুরু করার পর ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব এনে দিয়েছে। যেখানে একসময় ১ জিবি ডেটার জন্য কমকরে ২৫০ টাকা খরচ করতে হতো, সেই জায়গায় বর্তমানে তার থেকে কম টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা। প্রথমদিকে কেবলমাত্র Reliance Jio এমন সুবিধা দিলেও পরবর্তীকালে প্রতিযোগিতার বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও একই রকম সুবিধা দিচ্ছে তাদের গ্রাহকদের।
আর এই সুবিধা এবং টেলিকম জগতে বিপ্লব প্রতিনিয়ত জিওর গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে। বর্তমানে দেখতে দেখতে ভারতের ৪০ কোটির বেশি স্মার্টফোন ব্যবহারকারী মুকেশ আম্বানির সংস্থার গ্রাহক। তবে বিপুল সুবিধা থাকলেও বর্তমানে এই সংস্থার বিরুদ্ধে গ্রাহকদের একাধিক অভিযোগ জমা হচ্ছে। আর এই সকল অভিযোগের মধ্যে সবথেকে বড় অভিযোগ হলো ইন্টারনেট স্পিড বা ডেটা স্পিড কমে যাওয়া। যে কারণে জিও গ্রাহকরা নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করে ইন্টারনেট স্পিড বাড়ানোর চেষ্টা করছেন। আর এই সকল পদ্ধতির মধ্যে একটি নতুন পদ্ধতির কথা জানা গিয়েছে যাতে অতি সহজে দ্রুত ইন্টারনেট স্পিড বাড়িয়ে ভিডিও ডাউনলোড অথবা আপলোড করা যায়।
পদ্ধতিটি খুবই সহজ। হোয়াটসঅ্যাপ (WhatsApp) অথবা ইউটিউব (Youtube) বা অন্য কোনো মাধ্যমে ভিডিও আপলোড অথবা ডাউনলোড করার সময় জিও গ্রাহকদের ফোন কল চালু রাখতে হবে। আর এই ফোন কল চালু থাকলেই সাধারণ সময়ের তুলনায় অনেক দ্রুত ভিডিও ডাউনলোড অথবা আপলোড হবে। শুধু ভিডিও নয় অন্যান্য সমস্ত কিছুর ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য।
উদাহরণস্বরূপ, ধরা যাক আপনাকে কেউ ২৫ এমবি-র একটি ভিডিও পাঠিয়েছেন। সাধারণ পদ্ধতিতে সেই ভিডিওটি জিও গ্রাহকদের যদি ডাউনলোড করতে ৩ মিনিট সময় লেগে থাকে, সেই জায়গায় ১৯৯১ অথবা অন্য কোন নম্বরে ফোন কল চালু করে তা মিনিমাইজ অবস্থায় সেই ভিডিওটি ডাউনলোড করলে দেখা যাচ্ছে তা ১ মিনিটের কিছু বেশি সময় নিচ্ছে ডাউনলোড হতে। অর্থাৎ ফোন কল চালু রেখে তা মিনিমাইজ অবস্থায় ডাউনলোড এবং আপলোডের কাজ দ্রুত করা যাচ্ছে এমনটা পরীক্ষায় উঠে এসেছে। ডেটা স্পিড দ্বিগুণ বাড়ার ফলাফল সামনে এসেছে।
উল্লেখ্য, এই পদ্ধতি কেবলমাত্র Reliance Jio গ্রাহকদের জন্যই। অন্য কোন টেলিকম সংস্থার ক্ষেত্রে এমন পদ্ধতি প্রযোজ্য নয়। বরং অন্য কোন টেলিকম সংস্থার গ্রাহকরা এই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে।