নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে প্রতিমাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। আগে মাসের প্রথম দিনেই এই দাম ঘোষণা করা হতো। তবে বিগত কয়েক মাস থেকে লক্ষ্য করা যাচ্ছে মাসের এক দুদিন পার হওয়ার পর নতুন দাম ঘোষণা করা হচ্ছে। আবার কোন কোন মাসে একবারের বেশি দুবার নতুন দাম ঘোষণা করছে সংস্থাগুলি। এমত অবস্থায় গ্রাহকরা প্রতিদিন সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম খুব সহজেই জেনে নিতে পারেন অনলাইনে।
Indane সংস্থার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যেকোনো সময় দেখার জন্য গ্রাহকদের যেতে হবে IndianOil-এর অফিশিয়াল রেট চার্ট সাইটে। অর্থাৎ লগইন করতে হবে https://cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice -এ। এবার সেখানে খুব সহজেই আপনি আপনার এলাকার সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম জানতে পারবেন।
দাম জানার জন্য আপনাকে প্রথমেই বেছে নিতে হবে আপনার রাজ্য। রাজ্য বেছে নেওয়ার পর বেছে নিতে হবে আপনার জেলা। আর এরপর গ্রাহককে বেছে নিতে হবে তিনি কোন ডিস্ট্রিবিউটরের তত্ত্বাবধানে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। এগুলি বেছে নেওয়ার পরেই গ্রাহককে দেখিয়ে দেওয়া হবে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম।
[aaroporuntag]
দাম দেখানোর সময় বিভিন্ন রকমের সিলিন্ডারের দাম উল্লেখ থাকবে। যেমন ১৯ কেজি, ১৪.২ কেজি, ৫ কেজি ইত্যাদি সমস্ত রকম গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখ থাকবে ওই রেট চার্টে। ঠিক একইভাবে অন্যান্য গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির ওয়েবসাইট থেকেও সহজেই জানা যাবে আপনার এলাকায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কত?