নিজস্ব প্রতিবেদন : একাধিকবার কমিশনের কড়া নজরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি ঘটলো। তারকেশ্বরে গত ৩ তারিখ তৃণমূলের আয়োজিত একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে এই নোটিশ দাঁড়ানো হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তারকেশ্বরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, “শয়তানদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। বাংলাকে বিজেপি ধর্মের নামে ভাগ করে দিতে চাইছে। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।”
আর এই মন্তব্যের জেরে কমিশনের দ্বারস্থ হন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের একত্রিত হওয়ার যে বার্তা দিয়েছেন তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগের ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। কোচবিহারের জনসভায় তিনি এবিষয়ে বলেছিলেন, “জনসম্মুখে মমতা বলছে মুসলমানদের একত্রিত হতে, ভোট ভাগ না করতে। কিন্তু আমি যদি সব হিন্দুদের একত্রিত হয়ে সব ভোট বিজেপিকে দেওয়ার কথা বলতাম তাহলে কমিশন আমাকে নোটিশ পাঠাতো। জানিনা কমিশন আপনাকে নোটিশ দেবে কিনা।”
EC issues notice to West Bengal CM & TMC leader Mamata Banerjee over her statement on 3rd April, "appealing Muslim voters to not let their vote be split among different political parties & demanding votes on communal ground for TMC". EC asks her to explain her stand within 48 hrs pic.twitter.com/nHH3ovElz0
— ANI (@ANI) April 7, 2021
[aaroporuntag]
ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নরেন্দ্র মোদির এই ভাবে সরব হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।