New System of ECI: ভোটের লাইনে কত ভিড়! এবার বাড়িতে বসেই জানতে পারবেন ভোটাররা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই ঘোষণা হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ECI) থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। অন্যদিকে ভোটের হার এবং দেশের নাগরিকদের ভোট দান প্রক্রিয়ায় আরও বেশি করে অংশগ্রহণের জন্য নতুন প্রযুক্তি (New System of ECI) আনা হচ্ছে বলেই সূত্রের খবর।

Advertisements

দেশে এমন অজস্র বুথ রয়েছে যেগুলিতে ভোটার সংখ্যা অনেক বেশি। সেই সকল বুথে এমন এমন সময় এসে দাঁড়ায় যখন শত শত ভোটার লাইনে দাঁড়িয়ে থাকেন। এই বিপুল সংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে থাকার কারণে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। পরিস্থিতিতে অনেক ভোটার থাকেন যারা বিরক্ত হয়ে বাড়ি ফিরে যান, আবার অনেক ভোটার রয়েছেন যারা অসুস্থ হয়ে পড়েন।

Advertisements

এমন ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবার ইলেকশন কমিশন এমন ব্যবস্থা আনছে যাতে করে ভোটাররা বাড়িতে বসেই জেনে নিতে পারবেন তাদের বুথে কত ভিড় রয়েছে। এর জন্য একটি অ্যাপ আনা হচ্ছে বলেই সূত্রের খবর। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও এই বিষয়টি জানা যাবে বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। এই পুরো ব্যবস্থা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে করা হবে বলেও জানা গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? আধার, ভোটার অতীত! এবার শুধু এই নথি থাকলেই হয়ে যাবে সব কাজ

নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায়, এমনিতে ভোটাররা যখন বাড়ি থেকে বের হন ভোট দিতে যাওয়ার সময় তখন তারা জানতে পারেন না কত ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যে কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু যদি নির্বাচন কমিশনের তরফ থেকে ওই সকল ভোটারদের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল করা যায় তাহলে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আর সমস্যা না থাকলেই বাড়বে ভোটদানের হার।

যা জানা যাচ্ছে তাতে নতুন এই ব্যবস্থা করা হবে মূলত ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে। এমনিতেই এই বছর ৫০ শতাংশের বেশি বুথে ওয়েবকাস্টিং করবে কমিশন। এই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমেই যেমন বুথের হালহকিকত জানতে পারবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা, ঠিক সেই রকমই এর মাধ্যমেই সাধারণ ভোটাররাও জেনে নিতে পারবেন বুথে কত ভিড় রয়েছে। আর তা জানতে পারলেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর সমস্যা মিটে যাবে।

Advertisements