নিজস্ব প্রতিবেদন : গত লোকসভা নির্বাচনের আগে দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা থাকলে তা কবুল করতে হবে সংবাদপত্র এবং টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এনিয়ে কড়া মনোভাব দেখাতে শুরু করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করে প্রতিটি রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে মনোনয়নপত্র দাখিল করার পর থেকে ভোট প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত কোন কোন দিন বিজ্ঞাপন দিয়ে অপরাধ কবুল করতে হবে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিল করার পর প্রচার শেষ হওয়ার আগে পর্যন্ত তিনবার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে। প্রথম বিজ্ঞাপন দিতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের আগের চার দিনের মধ্যে। দ্বিতীয় বিজ্ঞাপন দিতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখের পর পাঁচ থেকে আট দিনের মধ্যে। এরপর তৃতীয় অর্থাৎ শেষ বিজ্ঞাপন দিতে হবে প্রচার শেষ হওয়ার আগের নয় দিনের মধ্যে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, গত লোকসভা নির্বাচন থেকে এই নিয়ম কার্যকর করা হলেও দেখা গিয়েছে প্রার্থীরা এমন এমন দিনে বিজ্ঞাপন দিয়েছেন যে বিজ্ঞাপন ভোটারদের চোখে সেভাবে আসেনি। যে কারণে নতুন পদক্ষেপ অনুযায়ী দিনক্ষণ বেঁধে দেওয়ার পাশাপাশি তথ্য-প্রমাণসহ তা জমা করতে হবে নির্বাচন কমিশনের কাছে।
পরিসংখ্যান বলছে, ভারতের বিভিন্ন নির্বাচনে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করেন তাদের অর্ধেকের বেশি প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে নানান ধরনের মামলা। যে কারণে শীর্ষ আদালত এবং নির্বাচন কমিশন চায় বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের ফৌজদারি মামলার কথা তুলে ধরে প্রার্থীরা। আর এই মামলা সামনে এলে ভোটারদের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করার সুবিধা বাড়বে।