ভোজ্য তেলের দাম কমাতে মাস্টার স্ট্রোক মোদির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন জিনিস পত্রের দাম বৃদ্ধির পাশাপাশি দাম বৃদ্ধি পাচ্ছে ভোজ্য তেলের। বর্তমানে দেশে ভোজ্য তেলের দাম লিটার প্রতি পৌঁছে গিয়েছে ১৮০ টাকা থেকে ২০০ টাকায়। এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলির। এরই পরিপ্রেক্ষিতে এবার ভোজ্যতেলের দাম কমাতে নয়া সিদ্ধান্ত নিতে দেখা গেল মোদি সরকারকে।

Advertisements

পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি কমাতে দিন কয়েক আগেই কেন্দ্র সরকারকে ৮ টাকা এবং ৬ টাকা কর ছাড় দিতে ঘোষণা করা যায়। আর এবার ভোজ্য তেলের দাম কমানোর জন্য শুল্ক ছাড়ের ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে এই ভোজ্য তেল আমদানি করার ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

Advertisements

অশোধিত সয়াবিন অয়েল এবং অশোধিত সানফ্লাওয়ার অয়েল আমদানি করার ক্ষেত্রে এই শুল্ক ছাড় ঘোষণা করা হয়েছে। ২০ লক্ষ টন করে ৪০ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করার ক্ষেত্রে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ব্যবসায়ীরা এই ছাড় পাবেন ২৫ মে ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত।

Advertisements

সূত্রের তরফে জানানো হয়েছে, আমজনতার পকেটে চাপ কমাতে তেলের দাম সস্তা করার জন্য কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে ভোজ্য তেলের দাম কমবে। অশোধিত সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর পুরোপুরি ভাবে শুল্ক ছেড়ে দেওয়ার পাশাপাশি Agriculture Infrastructure and Development Cess ৫% ছাড়ার কথাও ভাবা হচ্ছে।

ভারত ভোজ্য তেলের বিষয়ে আমদানি নির্ভর। প্রায় ৬০% তেল আমদানি করা হয়ে থাকে। তবে কেন্দ্রের এই শুল্ক ছাড় ঘোষণার পর আগামী দিনে ভোজ্য তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements