নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীনই দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা যায়। আর তারপরেই জারি হয় লকডাউন। আর এই করোনা ভাইরাসের প্রকোপ চলাকালীন উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যে তিনটি পরীক্ষা পুনরায় শুরু হওয়ার কথা ছিল জুন মাসে। কিন্তু আবারও বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর।
উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নিয়ে গত মাসে সম্ভাব্য দিনক্ষণ হিসাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন প্রথম পরীক্ষা হতে পারে ২৯ শে জুন। কিন্তু মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ২৯ শে জুন কোন পরীক্ষা হবে না। আর উচ্চমাধ্যমিকের ওই বাকি তিনটি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখকে বেছে নেওয়া হয়েছে পরীক্ষার দিনক্ষণ হিসাবে। গত মাসে উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ হিসেবে ঘোষণা করেছিলেন তা হলো ২৯ জুন, ২ ও ৬ জুলাই। সেক্ষেত্রে এবার কেবল মাত্র ২৯ জুনের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। বাকি দুটি দিন একই রয়েছে। আর ২৯ জুনের পরীক্ষা হবে ৮ জুলাই। এই তিন দিন ফিজিক্স, কেমেস্ট্রি, ইকোনমিক্স এবং আরও কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
গত মাসের ঘোষণায় সম্ভাব্য দিনক্ষণ হিসাবে বেছে নেওয়া হয়েছিল ২৯ জুন ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। ২ জুলাই কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ। ৬ জুলাই স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষার কথা ছিল। সে ক্ষেত্রে এবার ২৯ জুনের পরীক্ষাগুলি হবে ৮ জুলাই।
করোনা মোকাবিলায় দেশে পঞ্চম দফার লকডাউন জারি হওয়ার সময় কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল তাতে স্পষ্ট করে জানানো হয়েছিল আগামী ৩০ জুন পর্যন্ত দিছে কোনরকম শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। আর কেন্দ্র সরকারের এই নির্দেশিকা থেকেই স্পষ্ট হয়ে গেছিল ২৯ তারিখের পরীক্ষা সম্ভবপর হচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষাগুলি হলেও কঠোরভাবে পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।