মাধ্যমিকে উত্তীর্ণরা কবে এবং কিভাবে ভর্তি হবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যদিও আন্যবারের মতো মার্কশিট এখনো অবধি বিতরণ করা হয়নি। অন্যবার ফল প্রকাশের সময় ছাত্র-ছাত্রীদের মার্কশিট বিতরণ করে দেওয়া হয়। কিন্তু এই বছর কোভিডের কারণে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ২২শে জুলাই সকল ছাত্র-ছাত্রীদের মার্কশিট বিতরণ করা হবে।

আগামী ২২শে জুলাই ১০ টা থেকে মার্কশিট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। ওই দিন রাজ্যে মোট ৫০টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে স্কুলের প্রতিনিধিরা মাস্ক ও গ্লাভস পরেই অফিসে যাবেন। মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এদিন স্কুল খোলার আগের এক সপ্তাহ স্কুলকে পুরো স্যানিটাইজ করা হবে। এরপর মার্কশিট আনতে যেতে পারবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। মার্কশিট তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে।ছাত্রছাত্রীরা মার্কশিট আনতে স্কুলে যেতে পারবেনা। এই সকল যাবতীয় নির্দেশিকায় স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে করা হয়েছে।

পূর্ব বর্ধমানের অরিত্র পাল ৬৯৪ পেয়ে প্রথম হয়েছে। করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি বিষয়ক নির্দেশিকা জারি করলেন শিক্ষা মন্ত্রী।

প্রতি বছর বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীই নিজেদের স্কুলে ভর্তি হয়, খুব অল্প সংখ্যক ছাত্র-ছাত্রীই অন্য স্কুলে পড়তে যায়‌। কিন্তু তবুও কোভিডের এই পরিস্থিতির কথা মাথায় রেখে, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বিশেষ সর্তকতা অবলম্বন করা হয়েছে। তাই এবার দুইভাগে ভর্তি প্রক্রিয়া হবে। যারা নিজেদের স্কুলে ভর্তি হতে চায় তাদের জন্য একটা সময় আর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের জন্য অন্য সময়। ভিন্ন সময় ধার্য করার ফলে ভিড় ও কম হবে স্কুলগুলিতে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://www.facebook.com/100034991394269/videos/321800658996311/

বুধবার দুপুরের একটি সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, করোনার পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ভর্তি প্রক্রিয়া হবে। মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “মাধ্যমিক উত্তীর্ণদের স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১লা আগষ্ট থেকে। এই ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১০ই আগস্ট। তবে যারা অন্য স্কুলে ভর্তি হবে তাদের ভর্তি প্রক্রিয়া ১১ই আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত চলবে।”