বাতিল হলো উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা, ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করা হলো। শেষমেষ শুক্রবার এমনই ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল জুলাই মাসের ২, ৬ এবং ৮ তারিখে। কিন্তু সেই পরীক্ষাগুলি বাতিল করা হচ্ছে বলে এদিন জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যান্য বোর্ড এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাহলে এই তিনটি পরীক্ষা নিয়ে কি হবে?

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, কিভাবে বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে তা নিয়ে উচ্চ শিক্ষা পরিষদ নিয়ম তৈরি করছে। সুতরাং ২, ৬ এবং ৮ই জুলাই পরীক্ষা হচ্ছে না এ বিষয়ে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত। এই সময় কালীন অন্যান্য বেশিরভাগ পরিষেবা খোলা থাকলেও বন্ধ থাকছে স্কুল, কলেজ অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়েই সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আর সেই সংশয়েরই এদিন বাস্তবতা মিললো।

প্রসঙ্গত, ICSE ও CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আর সুপ্রিম কোর্টের রায়ের পরেই রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষা নেওয়ার বিষয়ে দিনক্ষণ বাতিল করা হলো। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন সুপ্রিমকোর্ট ICSE ও CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে কি রায় দিচ্ছে দেখার পরই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।