Educational Qualification of Ambani: বাবার মত কোটিপতি হলেও পড়াশুনায় লবডঙ্কা! মুকেশ আম্বানির ছেলেমেয়েদের বিদ্যের দৌড় কতদূর!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about the educational qualification of Mukesh Ambani’s children: শুধু ভারতে নয় গোটা বিশ্বে জনপ্রিয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পৃথিবীর কোটিপতিদের তালিকায় তার নামও জ্বলজ্বল করছে। রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আজ এই সাফল্যের পিছনে সবথেকে বড় কৃতিত্ব ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানির। ভারতবর্ষে ছাড়িয়ে এই খ্যাতি আজ গোটা বিশ্ব দেখছে। তবে বর্তমানে এই খ্যাতির পিছনে মুকেশ আম্বানির সন্তানদের ভূমিকা অবশ্যই স্বীকার করতে হয়। প্রতিবেদনটিতে জানা যাবে এদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে (Educational Qualification of Ambani)।

Advertisements

মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির তিন সন্তানকে চেনেনা এমন মানুষ কেউ নেই। এরা হলেন অনন্ত আম্বানি, ইশা আম্বানি এবং আকাশ আম্বানি। এই তিন সন্তানের মধ্যে আবার আকাশ এবং ইশা হলেন জমজ ভাই-বোন। আর অনন্ত আম্বানি হলেন সবার ছোট। বিচক্ষণ ব্যবসায়ী মুকেশ আম্বানি নিজের ব্যবসার সমস্ত দায় দায়িত্ব তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তবে জানেন কি তার তিন সন্তানরা কে কতদূর শিক্ষিত (Educational Qualification of Ambani)?

Advertisements

এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা হলেন ধীরুভাই আম্বানি। নিজের পড়াশোনা খুব বেশিদূর চালাতে পারেননি তিনি। মেট্রিকুলেশন পাশ করেই তিনি চাকরি নিয়ে চলে যান সৌদি আরবে। তারপর তিনি সেখান থেকে ফিরে এসেই রিলায়েন্স কোম্পানির প্রতিষ্ঠা করেন। কিন্তু নিজের দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত (Educational Qualification of Ambani) করেছেন তিনি। জানলে অবাক হবেন যে, সন্তানদের শুধু পুঁথিগত জ্ঞান দিতে চাননি তিনি, এর পাশাপাশি ব্যবসা এবং আন্তর্জাতিক বিষয়ের জ্ঞান দেবার জন্য আলাদভাবে টিউশনের ব্যবস্থা পর্যন্ত করেন তিনি।

Advertisements

সেই একই ধারা বজায় রেখেছেন মুকেশ আম্বানি। কারণ নিজের তিন সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে যথেষ্ট চেষ্টা করেছেন তিনি। মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি আমেরিকায় গিয়ে ব্রাউন ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে স্নাতক হবার পর দেশে এসে ব্যবসাতে মন দেন। বর্তমানে তিনি রিলায়েন্স জিওর চেয়ারম্যান। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আকাশের মতই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করে চলে যান আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে। তিনি কিন্তু বর্তমানে রিলায়েন্স জিওর অতিরিক্ত চেয়ারম্যানের পদে রয়েছেন।

ভাইদের মত ইশাও নিজের শিক্ষাজীবন শুরু করেন তার ঠাকুরদার স্কুল থেকেই। আম্বানির তিন সন্তানের মধ্যে ইশা আম্বানি সবথেকে বেশি শিক্ষিত (Educational Qualification of Ambani)। স্কুল শেষ করে তিনি চলে যান পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে স্নাতক হয়ে তারপর তিনি স্টানফোর্ড থেকে এমবিএ পাস করেন। দেশে ফিরে বাবার ব্যবসার ভার সামলাচ্ছেন। রিলায়েন্স রিটেল ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

Advertisements