টলিউড তারকা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কতটা, রইলো সম্পূর্ণ তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টলিউডের সাথে রাজনীতির যোগ দীর্ঘদিনের থাকলেও সরাসরি এই যোগ মূলত তৃণমূলের আমল থেকেই লক্ষ্য করা যায়। তৃণমূলের আমল থেকে মমতা ব্যানার্জির হাত ধরে একাধিক তারকা সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখেন এবং অনেকেই প্রার্থী হয়ে টলি জগত থেকে সরাসরি বিধায়ক অথবা সাংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

Advertisements

আর এবার একুশের ভোটের আগে সরাসরি রাজনীতিতে টলি যোগ আরও ত্বরান্বিত হয়। রাজ চক্রবর্তী থেকে শ্রাবন্তী চ্যাটার্জী, যশ দাশগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বহু তারকা অভিনেতা অভিনেত্রীকে সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখতে দেখা যায় এবং ভোটে প্রার্থী হতে দেখা যায়। টলিউড জগতে এই সকল তারকাদের অভিনয় অথবা পারফরম্যান্স নিয়ে কোনরকম প্রশ্ন না থাকলেও অনেকের মধ্যে কৌতূহল এই সকল তারকা অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কতটা। আর আমজনতার এই সকল কৌতূহলের উত্তর মিলেছে এই সকল তারকা প্রার্থীদের মনোনয়ন পত্রের সাথে জমা করা হলফনামায়।

Advertisements

১) কৌশানী মুখোপাধ্যায় : তৃণমূলের তারকা প্রার্থী হিসেবে তিনি এবার কৃষ্ণনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ্য বিভাগে অনার্স করেছেন।

Advertisements

২) সোহম চক্রবর্তী : তৃণমূলের যুব মোর্চার সহ সভাপতি সোহম চক্রবর্তী এবার চন্ডিগড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

৩) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : বাঁকুড়া সদর থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার শিক্ষাগত যোগ্যতা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক।

৪) যশ দাশগুপ্ত : চন্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যশ দাশগুপ্ত। তার শিক্ষাগত যোগ্যতা সিবিএস‌ই থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম দিয়েছেন।

৫) জুন মালিয়া : মেদিনীপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। তার শিক্ষাগত যোগ্যতা সিবিএস‌ই থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম দিয়েছেন।

৬) লাভলী মৈত্র : লাভলী সোনার পুকুর দক্ষিণের তৃণমূলের প্রার্থী। তিনি নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

৭) কাঞ্চন মল্লিক : উত্তরপাড়ার এই তৃণমূল প্রার্থী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হয়েছেন।

৮) তনুশ্রী চক্রবর্তী : শ্যামপুর থেকে বিজেপির প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কলা বিভাগে স্নাতক।

৯) রাজ চক্রবর্তী : ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী উচ্চমাধ্যমিক পাশ।

১০) দেবদূত ঘোষ : সংযুক্ত মোর্চার এই ভোটযোদ্ধা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেছেন।

১১) হিরণ চ্যাটার্জী : খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাশ করেছেন।

১২) পায়েল সরকার : বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছেন।

১৩) শ্রাবন্তী চ্যাটার্জী : বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জীর শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস।

১৪) পাপিয়া অধিকারী : উলুবেরিয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী শিক্ষাগত যোগ্যতা যাদবপুর থেকে সাহিত্যে স্নাতকোত্তর পাশ।

১৫) অঞ্জনা বসু : বিজেপির অতি পরিচিত মুখ অঞ্জনা বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক পাশ করেছেন।

[aaroporuntag]
১৬) চিরঞ্জিত : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত উচ্চমাধ্যমিক পাশ।

Advertisements