Educational Qualification of Young Indian Opener Shubman Gill: বর্তমানে যে সব ক্রিকেটার জনপ্রিয়তার সঙ্গে মাঠ কাপাচ্ছে তাঁদের মধ্যে একজন হলেন শুভমান গিল। এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ক্রিকেট ম্যাচে দুর্দান্ত খেলেছেন। এর আগে ২০২৩ এর এশিয়া কাপের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখা গিয়েছে তার। শুধু খেলাতেই আটকে থাকলে হবে না, জানতে হবে তার পড়াশোনার দৌড়ও কত (Shubman Gill Educational Qualification)?
এশিয়া কাপ ২০২৩-এ শুভমান গিলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই ম্যাচে তিনি একটি সেঞ্চুরি সহ মোট ৩০২ রান করে এই টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন। যা তাঁর সাফল্যকে আরো এক ধাপ উঁচুতে তুলে দিয়েছে। এখানেই শেষ নয় চলতি বছরটা এই ক্রিকেটারের খুব ভালো কাটছে। কেননা এ বছর তিনি ১,০০০ রান করে নতুন রেকর্ড করেছেন। ভারতীয় ক্রিকেট দল তাঁর অসামান্য অবদান ভোলার নয়। গন্ডির বাইরে বল পাঠানো এই ক্রিকেটারের পড়াশোনার গন্ডি কতদূর (Shubman Gill Educational Qualification)?
ভারতের ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল ১৯৯৯ সালের ৮ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স মাত্র ২৪। আর এই বয়সে তিনি ভারতের সবচেয়ে তরুণ জনপ্রিয় ক্রিকেটার। যিনি জন্মগ্রহণ করেছেন পাঞ্জাবের ফাজিলকাতে। পাঞ্জাবের চক খ্রেওয়ালা নামক গ্রামে তিনি বেড়ে উঠেছেন। তাঁর বাবা হলেন লখবিন্দর সিং গিল, যিনি পেশায় একজন কৃষক এবং মা কিয়ার্ট গিল, যিনি গৃহবধূ। ছোট থেকেই গিল ক্রিকেট খেলতে পছন্দ করতেন। বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে তিনি খুব ভালো খেলতেন।
শৈশব থেকেই শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেট তারকাদের তিনি নিজের আইডল মেনে এসেছেন। তাঁর বাবা খুব অল্প বয়সেই ছেলের ক্রিকেটের প্রতিভা লক্ষ্য করে এবং তাঁকে মোহালিতে পাঠিয়ে দেন। এখানে তাঁকে ক্রিকেটের প্রশিক্ষণে ভর্তি করিয়ে দেয়। এমনকি সেখানে পিসিএ স্টেডিয়ামের পাশে একটি জায়গাও কেনেন। যাতে ছেলে কাছে থেকেই ভালো করে ক্রিকেট প্রশিক্ষণ নিতে পারে এবং ক্রিকেট নিয়ে নিজের ক্যারিয়ার বানাতে পারে।
একটি মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, শুভমান গিল মোহালিতে মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে মাত্র ১৭ বছর বয়সেই তিনি অনূর্ধ্ব-১৯ দলে চান্স পেয়ে যাওয়ায়, সেভাবে পড়াশোনা (Shubman Gill Educational Qualification) নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেননি। জানা যাচ্ছে, তিনি কলেজে পা রাখেননি। তবে তাঁর সম্পর্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের জেনে রাখা দরকার। প্রত্যেক সফল মানুষের সফল হওয়ার মূল মন্ত্র হলো নিয়ম শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম। আর ছোট থেকেই গিল খুব পরিশ্রমী ছিলেন। মাত্র আট বছর বয়স থেকে গিল প্রতিদিন ভোর ৩.৩০ উঠতেন এবং ভোর ৪টে থেকে ক্রিকেট অনুশীলন শুরু করতেন। তাঁর এই কঠোর পরিশ্রম তাঁকে আজকে এই জায়গায় এনে দিয়েছে।