Last solar eclipse on Mahalaya and last lunar eclipse on Lakshmi Puja, what will be the effect: চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে দুবার সূর্য গ্রহণ ও দুবার চন্দ্র গ্রহণ হওয়ার কথা। এর আগে গত ২০ই এপ্রিল প্রথম সূর্য গ্রহণ হয়ে গিয়েছে। তার ১৫ দিন পর অর্থাৎ ৫ই মে হয়েছিল প্রথম চন্দ্রগ্রহণ। এবার দ্বিতীয় সূর্য গ্রহণ হতে চলেছে আগামী ১৪ই অক্টোবর। সেদিন আবার মহালয়া। অন্যদিকে এর ঠিক ১৫ দিন পর ২৯শে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন দ্বিতীয় চন্দ্র গ্রহণ হবে। বলে রাখি, এটাই যে বছরের শেষ সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ (Solar and lunar Eclipse)। এই দুটিই খুব শুভ দিনে পড়েছে, তাই অনেকেই মনে করছেন সমাজের নানা ক্ষেত্রে এই প্রভাব পড়তে পারে।
মহালয়া দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse)
মহালয়া মানেই, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ের মধ্যে দিয়েই আগমনীর সুর বেজে ওঠে। এবছর মহালয়া হবে ১৪ই অক্টোবর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এদিনই আবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি পড়েছে। এবারের মহালয়ের দিনেই দেখা যাবে এই বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্য গ্রহণ (Solar Eclipse)। গত ১০০ বছরে এই প্রথম এমন বিরল ঘটনা ঘটতে চলেছে।
পঞ্জিকা অনুযায়ী, ১৪ অক্টোরব ভারতীয় সময়ে রাত ৮টা বেজে ৩৪ মিনিটে সূর্য গ্রহণ (Solar Eclipse) লাগবে। গ্রহণ ছাড়বে মাঝ রাতে অর্থাৎ ১৫ই অক্টোবর রাত ২টো বেজে ২৫ মিনিটে। তাই ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে কিনা সে নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বলে রাখি,
পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অতলান্তিক মহাদেশ থেকে সূর্য গ্রহণ দেখা গেলেও ভারত থেকে দেখা যাবে না। আর যেহেতু ভারতে সূর্য গ্রহণ দেখা যাবে না, সেহেতু মহালয়ার দিন সকালে গঙ্গার ঘাটে পিতৃতর্পণ দেওয়া যাবে।
লক্ষ্মী পুজোয় দ্বিতীয় চন্দ্র গ্রহণ (Lunar eclipse)
বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ১০ই কার্তিক ১৪৩০ অর্থাৎ রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তা ২৯শে অক্টোবর। পঞ্জিকা অনুযায়ী, এর আগের দিন পূর্ণিমা শুরু হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৯ কার্তিক রাত ৩টে বেজে ৪২ মিনিটে পূর্ণিমা শুরু হবে এবং ১০ কার্তিক রাত ১টা বেজে ৫৬ মিনিটে পূর্ণিমা শেষ হবে। আর এদিনই ঘটবে চন্দ্র গ্রহণ। অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশ থেকে এদিন চন্দ্র গ্রহণ দেখা যাবে।
২৯শে অক্টোরব রাত ১টা বেজে ৫ মিনিটে চন্দ্র গ্রহণ (Lunar eclipse) শুরু হবে এবং গ্রহণ ছাড়বে ২টা বেজে ২৪ মিনিটে। গত ৫০ বছর পর এমন বিরল ঘটনা ঘটবে। তাই এদিন লক্ষ্মী পুজোর শেষে চিড়ে ও নারকেল কুঁচি খেয়ে থাকার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। বলে রাখি, এদিন চন্দ্র গ্রহণ পড়লেও, লক্ষ্মী পুজো নিয়ম মেনে করা যাবে। এদিন গ্রহণ দেখে অবশ্যই স্নান করে নেবেন। তাহলে আপনার ঘরে লক্ষ্মীর প্রভাব পড়বে।