Ekagrah Rohan Murthy: প্রতি বাড়িতেই নবজাতক শিশু জন্মগ্রহণ করলে বাড়ির কম-বেশি প্রত্যেকে শিশুকে কিছু না কিছু উপহার দেন। যার যেমন সামর্থ হয় তেমনভাবে তাদের বাড়ির শিশুকে উপহার দেন। ঠিক তেমনি নাতি হওয়ার পর নাতির ৫ মাস বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন.আর.নারায়ণ মূর্তি। যার ফলে বর্তমানে কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে একজন হয়ে উঠেছে নারায়ণ মূর্তির নাতি একাগ্র। কিন্তু কে এই নারায়ণ মূর্তি? তার নাতির কাছে কত পারসেন্ট সম্পত্তি রয়েছে?
এন.আর. নারায়ণ মূর্তি হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা। যিনি কোম্পানি থেকে অবসর নেওয়ার আগে কোম্পানির প্রেসিডেন্ট, চেয়ারম্যান, সিইও এবং প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২২ সাল পর্যন্ত তার সম্পদের মোট মূল্য ছিল আনুমানিক ইউএস ৪.৫ বিলিয়ন। কোম্পানির ০.৪০ শতাংশ শেয়ার রয়েছে এন.আর. নারায়ণ মূর্তির। আর সেই শেয়ার থেকেই নাতি একাগ্রকে (Ekagrah Rohan Murthy) বেশ কয়েক শতাংশ উপহার দিলেন নারায়ণ। কত শতাংশ?
খবর রয়েছে, বেশ কয়েক মাস আগে অর্থাৎ নাতির ৫ মাস বয়সে দাদু এন.আর. নারায়ণ মূর্তি নাতির নামে লিখে দিলেন ইনফোসিস কোম্পানির শেয়ারের ০.০৪%। সংখ্যার বিচারে প্রায় ১৫ লক্ষ শেয়ার নাতিকে উপহার দিলেন দাদু নারায়ণ মূর্তি। যার আর্থিক মূল্য প্রায় ২৪০ কোটি। এই ছোট বয়সে এত কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ায় কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে অন্যতম হয়েছেন নারায়ণ মূর্তির নাতি একাগ্র (Ekagrah Rohan Murthy)।
আরও পড়ুন:Priya Saroj: প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু সিং, কী তার পরিচয়
তবে শুধু নারায়ণ মূর্তির নাতি একাগ্রই (Ekagrah Rohan Murthy) নয়, তার পাশাপাশি কয়েক কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছেন নারায়ণ মূর্তির স্ত্রী, কন্যা, পুত্র সহ কন্যার মেয়েরাও। জানা গিয়েছে, ১.৪৬৫ শতাংশ শেয়ারের মালিক হয়ে রয়েছেন নারায়ন মূর্তির পুত্র রোহান মূর্তি। ইনফোসিসের ০.৯৫ শতাংশের মালকিন হয়ে রয়েছেন নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। অপরদিকে নারায়ণ মুক্তির কন্যা তথা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তির কাছে সংস্থা ১.০৫ শতাংশ শেয়ার রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একাগ্র হলেন নারায়ণ মূর্তির পুত্র রোহান মূর্তির ছেলে। যিনি ২০২৩ সালের ১০ই নভেম্বর জন্মগ্রহণ করেন বেঙ্গালুরুতে। বাবা রোহান মূর্তি এবং মা হলেন অপর্ণা কৃষ্ণান। ২০২৪ সালের মার্চ মাসে নাতি একাগ্রকে সংস্থার কিছু শেয়ার গিফট হিসেবে লিখে দেন এন.আর. নারায়ণ। যে শেয়ারের দাম কয়েক কোটি টাকা।