দাদা পঞ্চম, বোন সপ্তম, উচ্চমাধ্যমিকে চোখ ধাঁধানো ফলাফল একই পরিবারের দুজনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার দুপুর ১২ টার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2023) ঘোষণা করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে শিক্ষা সংসদ। ফলাফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয় মেধা তালিকা। যে মেধা তালিকায় এই বছর রাজ্যের ৮৭ জন পরীক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়েছেন।

Advertisements

উচ্চ মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নেওয়া পরীক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এসেছেন। তবে এদের মধ্যে নজির বললেন দুই পরীক্ষার্থী। ওই দুই পরীক্ষার্থী একই পরিবারের এবং দুজনেই মেধাতালিকায় প্রাণ পেয়েছেন। একই পরিবারের দুজন মেধাতালিকায় স্থান পাওয়ার এমন ঘটনাটি ঘটেছে হুগলিতে।

Advertisements

এমনিতেই এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে আলাদা ভাবে নজির গড়েছে হুগলি জেলা। ৮৭ জনের মধ্যে ১৮ জন এই জেলা থেকে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। এই ১৮ জনের মধ্যেই একজন হলেন কৌস্তভ কুন্ডু এবং আরেকজন কৌশিকী কুন্ডু। হুগলির আরামবাগের কাপশিট হাইস্কুলে দুজনের পড়াশোনা। তাদের বাড়ি আরামবাগের গৌরীহাটি এলাকায়।

Advertisements

কৌস্তব এবং কৌশিকী সম্পর্কে তুতো ভাই বোন। পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, দাদা কৌস্তব পঞ্চম স্থান অধিকার করেছেন এবং বোন কৌশিকী সপ্তম স্থান অধিকার করেছেন। কৌস্তবের প্রাপ্ত নম্বর হলো ৪৯৩ এবং কৌশিকির প্রাপ্ত নম্বর ৪৯০। দুজনে নজিরবিহীন ফলাফল করার পাশাপাশি ভবিষ্যতে তারা দুজনেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান।

পরিবার সূত্রে জানা গিয়েছে কৌস্তবের বাবা সন্দীপ কুন্ডু একজন ব্যবসায়ী এবং কৌশিকির বাবা কৃষ্ণেন্দু কুন্ডু প্রাথমিকের শিক্ষক। দুজনেরই মা গৃহবধূ। একই পরিবারের এই দুই ভাই বোনের এই রকম চোখ ধাঁধানো ফলাফল দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলে। তাদের দুজনের ফলাফল সামনে আসার পরই খুশির হাওয়া গোটা পরিবারে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার দিক দিয়ে তারা দুজনেই সব সময় একে অপরের পাশে থেকেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত কিছুই একসঙ্গে। তবে দুজনে এইভাবে মেধাতালিকায় জায়গা করে নেবে তা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য। অবিশ্বাস্য সেই কাজই করে দেখালেন কৌস্তব এবং কৌশিকী।

Advertisements