করোনার বাড়বাড়ন্তে কি হবে ভোটের ভবিষ্যত! কমিশনের বৈঠক ঘিরে উঠছে প্রশ্ন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটমুখী বঙ্গে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে প্রতিটি মহলকে। আর এই চিন্তা থেকেই ভোট নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক সংগঠন ভোট বাতিলের দাবি তুলেছেন। আর এই সকল দাবি-দাওয়া এবং চিন্তা থেকে ভোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার আরও এক কারণ রয়েছে কমিশনের ডাকা সর্বদলীয় পর্যালোচনা বৈঠক।

Advertisements

Advertisements

বর্তমান পরিস্থিতিতে ভোট নিয়ে পর্যালোচনা করার জন্য আগামী শুক্রবার দুপুর দুটোর সময় রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। যে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসচিবও।

Advertisements

এর পাশাপাশি আরও আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যে প্রথম করোনায় প্রাণহানি হওয়া কংগ্রেস প্রার্থী রেজাউল হক। তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ছিলেন। সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো। আর তার মৃত্যুর পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

[aaroporuntag]
গত কয়েকদিন ধরেই দেশের পাশাপাশি রাজ্যেও আকাশছোঁয়া ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান দেখে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে আদালত। রাজনৈতিক দলগুলিকে কোভিড বিধি মেনে ভোটের প্রচারে নামতে বলা হয়েছে। আর এই বিধি না মানলে তার জন্য দায়ী থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। তারপর এই পরিস্থিতি বিবেচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

Advertisements